• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৩:০৫ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:১৩:০৫ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বন্যার্তদের পাশে রাজনগর ৩৭ বিজিবি

২৪ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৭:৪৪:৫২

কাপ্তাই লেকের পানি বৃদ্ধিতে বন্যার্তদের পাশে রাজনগর ৩৭ বিজিবি

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জোন কর্তৃক বাড়ি বাড়ি গিয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ, নগদ অর্থ সহায়তা এবং বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছ।

সম্প্রতি রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের ফলে কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় বহু মানুষের বাড়ি-ঘর তলিয়ে গেছে। রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ বিভিন্ন এলাকাও প্লাবিত হয়েছে। এতে নিম্ন আয়ের মানুষ খাদ্য সংকটে পড়েছে। ঘরে পানি ওঠায় অনেকেই মানবেতর দিন কাটাচ্ছে।

এ প্রেক্ষিতে  ২৩ সেপ্টেম্বর শনিবার রাজনগর বিজিবি জোন কমান্ডার লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম বন্যাকবলিত অসহায় ও দরিদ্র ৯০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

৫০টি পরিবারকে ত্রাণ সামগ্রী (প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি আটা, ৫০০ গ্রাম ডাল, ৫০০ মি.লি. তেল, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম লবণ) প্রদান করা হয়।  এছাড়াও, ৪০টি বন্যা কবলিত পরিবারকে নগদ ৫০০  করে মোট বিশ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জোনের সহকারী পরিচালক হাফিজুর রহমানসহ জোনের বিভিন্ন পদবির অফিসারগণ।

একই সাথে রাজনগর জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. রসুল আমিনের নেতৃত্বে বন্যাকবলিত এলাকায় বিভিন্ন বয়সী মহিলা, পুরুষ ও শিশুসহ ২২০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন!
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১১:৩৩

ইটনায় ১০ কেজি গাঁজাসহ যুবক আটক
১০ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪৩:২৪