• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১৪:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:১৪:০৩ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সাপাহারে ভুয়া চিকিৎসক আটক: ক্লিনিক বন্ধ

২২ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:২৭:৩৫

সাপাহারে ভুয়া চিকিৎসক আটক: ক্লিনিক বন্ধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সাপাহারে অভিযান চালিয়ে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম থেকে ক্লিনিকের পরিচালক ও ভুয়া চিকিৎসক পরিচয়দানকারী মনিরুল ইসলাম স্বপনকে আটক করা হয়েছে। ২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে সাপাহার তিলনা রোড সরফতুল্ল্যাহ মাদ্রাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্যাহ আল মামুন।

জানা যায়, রাজশাহীর বাসিন্দা মনিরুল ইসলাম স্বপন দীর্ঘদিন ধরে চিকিৎসক পরিচয় দিয়ে  উপজেলার তিলনা রোড সরফতুল্ল্যাহ মাদ্রাসার সামনে সততা ক্লিনিক এন্ড নার্সিং হোম পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অপারেশনও করে আসছিলেন ভুয়া চিকিৎসক। পরে গোপন সংবাদের ভিত্তিত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন।

এ সময় ক্লিনিকের প্রয়োজনিয় কাগজপত্র ও অপারেশন থিয়েটারের ফিটনেস দেখাতে পারেননি ঐ পরিচালক । এমনকি তিনি অষ্টম শ্রেণি পাশ বলেও জানা যায়। অভিযান চালিয়ে মনিরুল ইসলাম স্বপনকে আটক করার পাশাপাশি ক্লিনিকটি বন্ধ করে দেয়া হয়েছে। এসময় অভিযুক্তকে একমাস বিনাশ্রম কারাদন্ড ও ৬ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ৭ দিনের জেল দিয়ে থানায় হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লুনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ রুহুল আমিনসহ আরও অনেকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ