• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৩৩:০৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:৩৩:০৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাজাপুরে কর্দমাক্ত রাস্তায় কচু গাছ লাগিয়ে প্রতিবাদ

২০ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:২৬:০৮

রাজাপুরে কর্দমাক্ত রাস্তায় কচু গাছ লাগিয়ে প্রতিবাদ

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর (বলাই বাড়ি) এলাকার ভাঙাচোরা কর্দমাক্ত কাঁচা রাস্তায় চলাচরে প্রতিদিনের ভোগান্তির এক ব্যতিক্রমী প্রতিবাদ জানিয়েছে কোমলমতি শিক্ষার্থী ও এলাকাবাসী। কর্দমাক্ত কাঁচা রাস্তায় কচু গাছ লাগিয়ে তারা এ প্রতিবাদ জানান। পাশাপাশি রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে তারা।

২০ সেপ্টেম্বর বুধবার দুপুর দেড়টার দিকে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, রাতুল আহম্মেদ, মারজান তালুকদার , মাহিয়া হক সারা, জুলফিকার, মিলন হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে এই দুই কিলোমিটার কাঁচা রাস্তা আজ পযর্ন্ত পাকা হয় নি। এই রাস্তা থেকে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ চলাচল করে। এই কর্দমাক্ত কাঁচা রাস্তা থেকে ইউসুফ আলী মাধ্যমিক বিদ্যালয়, এফএম বালিকা মাধ্যমিক বিদ্যালয়, ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিশুসহ কয়েকশত শিক্ষার্থী স্কুলে যাওয়া আসা করে। বৃষ্টির সময়ে শিক্ষার্থীরা ঠিকমত স্কুলে যেতে পারে না। বাসা থেকে তারা স্কুলের উদ্দেশ্যে রওনা হলেও কাঁদার রাস্তায় পা পিছলে পড়ে গিয়ে বই খাতা ভিজিয়ে ফেলে এবং আহত হয়। এই গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে পোহাতে হয় চরম দূর্ভোগ।

তারা আরও বলেন, রাস্তাটি দক্ষিণ রাজাপুরের মো.হাকিম তালুকদারের বাড়ীর সামনে থেকে বর্তমান ইউপি সদস্য মামুনের বাড়ির সামনে পযর্ন্ত বয়ে গেছে।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে রাস্তাটি পাকাকরণের জন্য জোর দাবি জানান। মানববন্ধন শেষে শিক্ষার্থী ও এলাকাবাসী কর্দমাক্ত রাস্তায় কচুগাছ লাগিয়ে অভিনব প্রতিবাদ জানায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯