• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:২৫:৩৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ দুপুর ০২:২৫:৩৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বদলগাছীতে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

১৯ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৫:৩৫

বদলগাছীতে গৃহবধুর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে নিজের ঘর থেকে গৃহবধু সুমি আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে গৃহবধুর স্বামী মো. সোহেল পলাতক রয়েছেন। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ উপজেলার কেশাইল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর পূর্বে উপজেলার কেশাইল হঠাৎপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সোহেল রানার সাথে ভান্ডারপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের মেয়ে জেসমিন আক্তার সুমির (২৫) বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে তাদের মধ্যে বিবাদ শুরু হয়। স্থানীয়রা সুমির শোবার ঘরে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী মো. সোহেল পালাতক আছেন।

প্রতিবেশীরা জানায়, সোহেল রানা বদলগাছী পি.আই.ও অফিসে কর্মরত আছেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। সুমির মা আসমা বানু বলেন, বিয়ের কিছুদিন পর থেকে মোটা অংকের টাকা যৌতুকের দাবীতে সুমিকে নিয়মিত মারপিট করতো সোহেল।

নিহত গৃহবধূর পিতা মো. আবু বক্কর বলেন, মেয়েকে বিয়ে দেয়ার পর থেকেই আমার জামাই সোহেল বিভিন্ন সময় আমার মেয়েকে মারধর করে আসছে। সোহেল আমার মেয়েকে মেরে ফেলেছে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিয়ার রহমান বলেছেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। ময়না তদন্ত রিপোর্ট এলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



এসএসসিতে পাসের হার ৮৩.০৪ শতাংশ
১২ মে ২০২৪ দুপুর ০১:৫৩:৪৪