• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩১:১৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ বিকাল ০৪:৩১:১৭ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় আলুর হিমাগারে ভোক্তা অধিকারের অভিযান: আটক ৩

১৯ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৪:১৩:৪৪

বগুড়ায় আলুর হিমাগারে ভোক্তা অধিকারের অভিযান: আটক ৩

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুর হিমাগারে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের কাশিপুরে ‘আর এন্ড আর পটেটো কোল্ড স্টোরেজ’ এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে উপস্থিত ছিলেন মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান। এ সময় আলুর অবৈধ মজুত রাখা ও চড়া দামে বিক্রির অভিযোগে ৩ ব্যক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন, শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের চাকলমা গ্রামের রিপন মিয়া (৩০), দেউলী ইউনিয়নের ভরিয়া গ্রামের শাহ আলম (৫৮) ও পিরব ইউনিয়নের দাইমোল্লা গ্রামের জাহিদ হাসান (২২)।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান জানান, গত দেড় মাস যাবৎ আলুর বাজার অস্থিতিশীল রয়েছে। দেশের বিভিন্ন কোল্ড স্টোরেজে দালালরা মোবাইল ফোন ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে আলুর দাম বাড়াচ্ছে। এই অপতৎপরতা থামাতে ও আলুর দাম সহনীয় পর্যায়ে আনতে সারাদেশে অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। মঙ্গলবার আর এন্ড আর কোল্ড স্টোরেজে অভিযান পরিচালনা করে ৩ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




হাইকোর্টে চিন্ময় দাসের জামিন
৩০ এপ্রিল ২০২৫ বিকাল ০৩:৫৫:২৫