• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৩:২৪ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ রাত ০৯:২৩:২৪ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফুলছড়িতে পিস্তল ও গুলিসহ ৬ ডাকাত গ্রেফতার

১৭ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:১৬:২৫

ফুলছড়িতে পিস্তল ও গুলিসহ ৬ ডাকাত গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে পিস্তল ও গুলিসহ সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ১৬ সেপ্টেম্বর শনিবার ভোর রাত ৪টা ৩০ মিনিটে উপজেলার ৫ নং ফুলছড়ি ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের বাংলা বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতদের কাছে থেকে ১ টি দেশি বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি, ২৬ ইঞ্চি ও ১৬ ইঞ্চির ২ টি ড্যাগার উদ্ধার করা হয়। ১৭ সেপ্টেম্বর রোববার দুপুরে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মো. কামাল হোসেন।

আটকরা হলেন, গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার আলমগীর শেখ (৩০), মাসুম শেখ (৩৬), মো. তারা মিয়া (৩৮), আব্দুল মালেক (৩৫), হাসান আলী শেখ (৩৮) এবং রহমত আলী (৫৫)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার গাইবান্ধার ফুলছড়ি এলাকায় অবস্থান নেয় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এর কিছুক্ষণ পর অভিযান চালিয়ে ডাকাতির পূর্ব মুহুর্তে ৬ ডাকাতকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ১ টি দেশি বন্দুক, ৫ রাউন্ড তাজা গুলি এবং ১ জোড়া ড্যাগার উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে  গাইবান্ধা আদালতে ডাকাতি, চুরি, মারামারিসহ একাধিক মামলা চলমান রয়েছে। আসামিদের বিরুদ্ধে ফুলছড়ি থানায় অস্ত্র আইন ও ডাকাতির পৃথক ২ টি মামলা করা হয়েছে। একই সঙ্গে আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩