• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৯:১৯ (31-Jan-2026)
  • - ৩৩° সে:
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় ‘বাশার ডাকাত’সহ গ্রেফতার ৩

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ডাকাতির ঘটনায় ‘বাশার ডাকাত’সহ গ্রেফতার ৩

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের চরশাহী এলাকায় সংঘটিত একটি দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত মালামালের একটি অংশ, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারদের মধ্যে আবুল বাশার ওরফে বাশার ডাকাত একজন পেশাদার ডাকাত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করে চন্দ্রগঞ্জ থানা পুলিশ।গ্রেফতাররা হলেন চরশাহী ইউনিয়নের হাকিম মাস্টার বাড়ির সুজা মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৫), একই ইউনিয়নের ছেলামত উল্ল্যাহ বাড়ির আবুল কাশেমের ছেলে আলা উদ্দিন (৩২) এবং নোয়াখালী জেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে আবুল বাশার (৫০)।পুলিশের ভাষ্যমতে, গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব তিতারকান্দি এলাকার আরব আলী মোল্লা বাড়িতে ১০-১২ জনের একটি ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাড়ির লোকজনকে চেতনানাশক দ্রব্য প্রয়োগ করে অচেতন করে নগদ ৬৪ হাজার টাকা, ১১ আনা ওজনের স্বর্ণালংকার এবং ছয়টি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাকাতির সঙ্গে জড়িত তিন আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার আবুল বাশারের দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি রাসেলের বসতঘর থেকে নগদ ২০ হাজার টাকা এবং জনৈক রণজিৎ কুরির কারিগরি কারখানা থেকে লুণ্ঠিত স্বর্ণ গলানো অবস্থায় ৬ আনা ৪ রতি ৭ পয়েন্ট ৪ গ্রাম ৯৫ মিলিগ্রাম উদ্ধার করা হয়।পরবর্তীতে বাশারের স্বীকারোক্তি অনুযায়ী জায়েদ ওরফে জাহিদ ওরফে জাহেদের (৩২) বসতঘরে অভিযান চালিয়ে একটি অবৈধ দেশীয় এলজি বন্দুক এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করে। গ্রেফতার আসামিরা পেশাদার ডাকাত এবং একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। অন্য পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেফতার এবং লুণ্ঠিত অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।