• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:২৩:০৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০১:২৩:০৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

১৩ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪:২৬

নোয়াখালীতে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ড করা হয়েছে।  ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরের দিকে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। এতে সহযোগিতা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

দণ্ডপ্রাপ্তরা হলো, মো. সুমন (৪২), মো. জামাল উদ্দিন (৩২) ও  মো.মামুন (৩২)। তারা উপজেলার চাষীরহাট ও দেওটি ইউনিয়নের বাসিন্দা।    

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে উপজেলার ৩নং চাষীরহাট ইউনিয়নের পদুয়া গ্রামের মমতাজ বেপারী বাড়িতে ও দেওটি ইউনিয়নের বাণীপুর গ্রামের আজিজ বেপারী বাড়িতে অভিযান চালায় মাদক বিরোধী টাস্কফোর্স। সেখানে গাঁজা সেবনের সময় তিন যুবককে আটক করা হয়। এ সময় মাদকসেবী সুমনের কাছ থেকে ২২০ গ্রাম ও জামাল উদ্দিনের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরে সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন শুনানি শেষে মাদকসেবী মামুনকে ৬ মাসের কারাদণ্ড, জামাল উদ্দিনকে ১ মাস ১৫ দিন ও মো. সুমনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একইসঙ্গে তাদেরকে ২০০ টাকা করে জরিমানা করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯