• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:১৬:৪২ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:১৬:৪২ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

১১ সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৪:৩৬

কবিরাজ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চতলার মাঠ এলাকার বাসিন্দা কবিরাজ আলামিন শেখ (৪৮) হত্যা মামলার প্রধান আসামি হাফিজুর রহমান ওরফে হাফিজ মাস্টারকে (৩৮) গ্রেফতার করেছে নারায়ণগঞ্জ জেলা পিবিআই।

১১ সেপ্টেম্বর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা পিবিআইয়ের অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন পিবিআই নারায়ণগঞ্জ ইউনিট ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম (পিপিএম)।

তিনি বলেন, মামলাটি প্রথমে ক্লুলেছ হলেও পরবর্তীতে আমাদের লোকাল সোর্স এবং তথ্য প্রযুক্তির সহায়তায় মামলার প্রধান আসামি হাফিজুরকে ফতুল্লার নয়ামাটি এলাকার নিজ ভাড়া বাসা থেকে গ্রেফতার করি। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

মনিরুল ইসলাম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানান, হাফিজুর রহমান ও মৃত কবিরাজ আলামিন শেখ পূর্ব পরিচিত। দু’জনে একসাথে লাইটার জাহাজে কাজ করতেন। আসামি হাফিজুর ধারণা করে আলামিনের কবিরাজি ঝাড় ফুঁকের দ্বারা সমাজের অনেক মানুষ ক্ষতিগ্রস্থ হচ্ছে, মানুষ প্রতারণার শিকার হচ্ছে। আসামি হাফিজুর কিছুতেই তাকে এই পথ থেকে ফিরিয়ে আনতে না পেরে আদর্শগত দিক হতে তার পূণ্য হবে এই ধারনায় কবিরাজ আলামিন শেখকে হত্যা করার পরিকল্পনা করে। হত্যার দিন আসামি হাফিজ ভিকটিমের সঙ্গে মোবাইলে কথা বলে রাতে কবিরাজি রুমে আসে। রাতে ঘুমিয়ে পড়লে ভোর রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামি হাফিজ তার বন্ধু আলামিন শেখকে ঘুমন্ত অবস্থায় গলায় কেটে হত্যা করে। হত্যাকাণ্ড শেষে আসামি হাফিজুর ফতুল্লা পাগলা মসজিদে ফজরের নামাজ আদায় করে।

এ ঘটনার মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ