• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:২৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৭:২৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

তালতলীতে একসঙ্গে বিষপান: স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

৮ সেপ্টেম্বর ২০২৩ বিকাল ০৫:৩৬:১১

তালতলীতে একসঙ্গে বিষপান: স্ত্রীর মৃত্যু, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী একসঙ্গে বিষপান করেছেন। এ ঘটনায় স্ত্রী মারা গেছেন এবং স্বামী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

৮ সেপ্টেম্বর শুক্রবার সকালে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত গৃহবধূর নাম নার্গিস আক্তার (১৮) ও হাসপাতালে চিকিৎসাধীন তার স্বামীর নাম ইমন হাওলাদার (২০)। তারা উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে প্রেমের সম্পর্ক করে পটুয়াখালী জেলার কলাপাড়ার হাজিপুর এলাকার জাহিদ হাওলাদারের মেয়ে নার্গিস বেগমের সাথে তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের ‌ছগির হাওলাদারের ছেলে ইমনের সাথে বিবাহ হয়। তারা ফকিরহাট বাজারে মায়ের সাথে মামার বাড়িতে বসবাস করেন। বিবাহের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য এবং পারিবারিক কলহ চলে আসছিল। এঘটনার জের ধরে বুধবার রাতে একইসঙ্গে স্বামী-স্ত্রী বিষপান করে। পরে স্থানীয়রা উদ্ধার করে তালতলী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে পটুয়াখালী সদর হাসপাতালে পাঠান। এরপরে সেখানে বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী নার্গিস আক্তারের মৃত্যু হয়। আর স্বামী ইমন আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিষয়টি আমরা শুনেছি। ঘটনার পর ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। মারা যাওয়া নার্গিসের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ