• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৯:১৩ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৯:১৩ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ডুমুরিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

১ সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:০২:১০

ডুমুরিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতনের  প্রতিবাদে মানববন্ধন

ডুমুরিয়া-পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় সংখ্যালঘুদের উপর নির্যাতন ও অত্যাচরের  প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় এরশাদ আলী সরদারের সভাপতিত্বে সচেতন এলাকাবাসী আয়োজনে, ডুমুরিয়ার গজালিয়া আঞ্চলিক সার্বজনিন দূর্গামন্দির চত্তরে উপজেলার মাগুরখালী ইউনিয়নের গজালিয়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক নারী-পুরুষ ঘন্টাব্যাপী এ মানব-বন্ধন কর্মসূচী পালন করে।

মানব-বন্ধন চলাকালে বিক্ষোভকারীরা খোরের আবাদ গ্রামের ইউনুছ আলী সরদার ও তার বাহিনী লাভলু সরদার, বাবলু সরদার এবং রুখছানা বেগমের বিরুদ্ধে বিভিন্ন নির্যাতনের অভিযোগ তুলে ধরে বক্তব্য রাখেন।

তারা বলেন, স্থানীয় ইউনুছ আলী সরদার ও তার লোকজন প্রতিনিয়ত এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজনদের বিনা কারনে নির্যাতন-নিপীড়ণ চালাচ্ছেন। রীতিমতো অতিষ্ঠ হয়ে উপায়ান্তর না পেয়ে এসব অত্যাচার নির্যাতণের বিরুদ্ধে ১৪ আগস্ট সোমবার উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেও কোন সুরাহা পায়নি ভুক্তভোগীরা। তাই এসব অত্যাচার নির্যাতন বন্ধে তারা রাস্তায় নেমেছেন। এর আগে বিক্ষোভকারীরা দলবদ্ধ হয়ে ডুমুরিয়ার গজালিয়া আঞ্চলিক সার্বজনিন দূর্গামন্দির চত্তরে এলাকায় বিক্ষোভ মিছিল করে।

এ সময় বক্তব্য রাখেন সমাজসেবক সুজিত মন্ডল, ভুক্তভোগী ইউপি সদস্য বিবেকানন্দ বৈরাগী, চপলা বৈরাগী, বন্ধনা গোলদারসহ স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭