• ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৩০:৫১ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ২৯শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:৩০:৫১ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কালীগঞ্জে মানবপাচার প্রতিরোধে প্রশিক্ষণমূলক সভা

১ সেপ্টেম্বর ২০২৩ দুপুর ১২:১৬:১৭

কালীগঞ্জে মানবপাচার প্রতিরোধে প্রশিক্ষণমূলক সভা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে মানবপাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সক্রিয়করণ বিষয়ে উপজেলা পর্ষায়ে প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রাইট’স যশোরের আয়োজনে ৩১ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার তপন কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আলমগীর হোসেন, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন ও উপজেলা যুব উন্নয়ন, পরিবার পরিকল্পনা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জামে মসজিদের খতিবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, মানবপাচার একটি ঘৃণ্য অপরাধ। নারী, শিশুসহ সমাজের নানান পেশার মানুষ এর স্বীকার হয়ে থাকে। মানবপাচার প্রতিরোধে অত্র উপজেলার সংশ্লিষ্ট কমিটিকে আরও কার্যকর ভুমিকা পালনসহ বেশি বেশি সভা সমাবেশ করে সাধারণ মানুষকে সচেতন করার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ