• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:১০:৪০ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:১০:৪০ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

বগুড়ায় এনজিও’র নামে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

১ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৮:২৪:০৩

বগুড়ায় এনজিও’র নামে গ্রাহকদের কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজারে গ্রাহকদের প্রতারনার ফাঁদে ফেলে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত এনজিও সংশ্লিষ্টদের বিরুদ্ধে। আস্থা মানবিক উন্নয়ন সংস্থ্যা, প্রত্যাশা সংস্থা, বুড়িগঞ্জ সামাজিক অগ্রগতি সংস্থা, বিলহামলা সামাজিক উন্নয়ন সংস্থা, বুড়িগঞ্জ কর্মজীবী কল্যাণ সংস্থা, এ সমস্ত সংস্থার মালিকের কাছে আমানতের টাকা ফেরত চাইতে গেলে গ্রাহকদের মারপিটের ঘটনাও ঘটেছে।

শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বাজারে আস্থা মানবিক উন্নয়ন সংস্থ্যা ও প্রত্যাশা সংস্থাসহ সংশ্লিষ্ট এনজিওগুলো প্রতি মাসে লাখে দুই হাজার টাকা মুনাফা দেওয়ার চুক্তিতে গ্রাহকদের কাছ থেকে এনজিও পরিচালক প্রদীপ কুমার সাহা ও পলাশ কুমার সাহা ডিপোজিট নিয়েছেন ১২ কোটি টাকা। তবে চুক্তি অনুযায়ী সময় মতো আমানতের টাকা ফেরত না দিয়ে বছরের পর বছর সময় পার করছেন তারা। ডিপোজিট বা আমানতের টাকা ফেরত না দিয়ে সংশ্লিষ্ট এনজিওর পরিচালকরা আত্মগোপন করায় দিশেহারা হয়ে পড়েছেন হাজারো গরিব অসহায় পরিবার।

এ বিষয়ে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিমুজ্জামান জানান, এ সমস্ত এনজিওর বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩