• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৪১:৩৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৪১:৩৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

৩০ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩৬:৪৩

কেরানীগঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাবিবনগর এলাকায় ২৬ আগস্ট শনিবার যৌতুকের দাবিতে স্ত্রী নাবিলাকে হত্যার অভিযোগে স্বামী মো. জীবন শেখকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১০। ৩০ আগস্ট বুধবার মাদারীপুরের পুরান বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে র‌্যাব-১০ এর একটি দল। বুধবার দুপুরে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় র‌্যাব-১০ এর সদর দফতরে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১০ এর এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দন।

র‌্যাব জানায়, নিহত নাবিলার পিতা টুটুল খানের দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা মামলায় স্বামী মো. জীবন শেখকে আটক করা হয়।  

র‍্যাব আরও জানায়- জীবন শেখের সাথে  নাবিলার দেড় বছর পূর্বে বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দক্ষিণ কেরাণীগঞ্জ থানার হাবিবনগর এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। তাদের জিহাদ নামে ৮ মাস বয়সী ১পুত্র সন্তান রয়েছে। বিয়ের কয়েক মাস পর থেকে জীবন ব্যবসা করার জন্য নাবিলাকে তার পরিবারের কাছ থেকে যৌতুকের জন্য চাপ প্রয়োগ করে আসছিলো। নাবিলা বিষয়টি তার পরিবারকে জানালে, পরিবারের পক্ষ থেকে জীবন কে ব্যবসা করার জন্য ৫০,০০০ টাকা দেয়া হয়। এর কয়েকদিন পর জীবন ঐ টাকায় ব্যবসা হবে না বলে আরও টাকা দাবি করে নাবিলার পরিবারের কাছে। এ নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এরপর থেকে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো এবং জীবন নাবিলাকে মারধর করতো ।

ঘটনার দিন ২৬ আগস্ট শনিবার সকালে তাদের মধ্যে ঝগড়া হলে নাবিলাকে মারধর করে জীবন। একপর্যায়ে নাবিলার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ঘরের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায় জীবন।

গ্রেফতার জীবনকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ