• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৬:০৫ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:৩৬:০৫ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পূর্বধলায় জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

২৮ আগস্ট ২০২৩ সকাল ১০:২১:৩৪

পূর্বধলায় জমিসংক্রান্ত বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নেত্রকোণা প্রতিনিধি: নেত্রকোণার পূর্বধলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ইদ্রিস আলী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

২৭ আগস্ট রোববার সন্ধ্যায় পুর্বধলার আগিয়া ইউনিয়নের সুনিল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামের মৃত জালাল উদ্দিনের পুত্র।

নিহতের মেয়ে মাহমুদা আক্তার পান্না জানান, দীর্ঘ দিন ধরে তার বাবা ইদ্রিস আলীর সঙ্গে সৎ চাচা আক্কাছ আলীর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। পাশেই অবস্থিত সুনীল মার্কেটে টেইলার্সের কাজ করতেন তার বাবা ইদ্রিস আলী। সুনীল মার্কেট সংলগ্ন নতুন মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। এ সময় নিহত ইদ্রিস আলীর সৎ ভাই আক্কাছ আলী, আক্কাছ আলীর ছেলে মিজানুর রহমান, রিফাত, আক্কাস আলীর স্ত্রী মনোয়ারা বেগম ও আক্কাস আলীর মেয়ে পপি আক্তারসহ সাথে আরও অজ্ঞাত দুই তিনজন জড়ো হয়ে তাকে নৃশংসভাবে কুপিয়ে ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এ সময় তারা কুপিয়ে ইদ্রিস আলীর দুই পা ও একটি হাত শরীর থেকে আলাদা করে ফেলে। পরে দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাসরিন সুলতানা মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য সানোয়ার হোসেন মিন্টু বলেন, নিহত ইদ্রিস আলীর সাথে তারই সৎ ভাইদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করছি।

পূর্বধলা থানার এস আই আলাল উদ্দিন মরদেহর সুরত হাল রিপোর্ট তৈরি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ