• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৫:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ০১:১৫:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

পাবনায় পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

২৭ আগস্ট ২০২৩ সকাল ১০:১৩:২১

পাবনায় পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি: পাবনার সুজানগরে একজনকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বাসিন্দারা।

২৬ আগস্ট শনিবার সন্ধ্যায় সুজানগর পৌরসভার চর মানিকদীর গ্রামের ছালাম শেখ (৪০) নামক এক যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নিহত ছালাম শেখ মৃত তোয়াজ আলী শেখের ছেলে। ছালাম শেখ পেশায় একজন ভাটার শ্রমিক ছিলেন।

এলাকাবাসী জানান, পূর্ব শত্রুতার জের ধরে ২১ আগস্ট সোমবার ভোরে ছালাম শেখ ও ফারুক শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে বেধড়ক মারপিট করে গুরুত্ব আহত করা হয়। এলাকার লোকজন তাদের উদ্ধার করে সুজানগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে ছালাম শেখের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিক কর্তব্যরত চিকিৎসক তাকে পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসার উন্নতি না হলে, তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ আগস্ট শনিবার বিকেলে ছালাম শেখ মৃত্যু বরণ করেন। অন্যদিকে ফারুক শেখ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

শনিবার সন্ধ্যায় ছালাম শেখের মরদেহ বাড়িতে আনা হলে এলাকাবাসী ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানিকদীর লদের মোড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে থানার সামনে গিয়ে আসামিদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে বিক্ষোভ করে। সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন তাদের ন্যায় বিচারের আশ্বাস দিলে বিক্ষোভকারীরা ফিরে যায়।

বিক্ষোভকারীরা জানান, এলাকার চিহ্নিত অপরাধী আকরাম, কেরামত, হেলাল, রাজিব, কানাই, জিলাল, মানিক, সবুজ রাসেল, সিদ্দিক, শফিক, জাহাঙ্গীরসহ ২৪ থেকে ২৫ জন  বাড়ি থেকে ছালাম শেখ ও ফারুক শেখকে ডেকে নিয়ে গিয়ে গরু চুরির অপবাদ দিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। 
সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ইতোমধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আগে যেহেতু মারপিটের ঘটনায় মামলা হয়েছে, এখন হত্যা মামলা হবে। অপর আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ