• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫০:৩০ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:৫০:৩০ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে ৩০০ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

২৬ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৫৬:৩৮

ঈশ্বরদীতে ৩০০ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সনদ ও সম্মাননা প্রদান করা হয়েছে। ২৬ আগস্ট সকাল ১০টায় আর.আর.পি কমিউনিটি সেন্টারে এ সম্মাননা প্রদান করা হয়।

অ্যাসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিদুল ইসলামের সঞ্চালনায় সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা–৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প -বাণিজ্য উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন তুহিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর মেয়র ইছাহক আলী মালিথা, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহাম্মেদ কিরণসহ উপজেলার কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনভুক্ত প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

উল্লেখ্য ২০১৯ ও ২০২২ সালে ঈশ্বরদী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন ৪০টি স্কুলের ৫০০ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ১১০ জন ট্যালেন্টপুল এবং ১৯০ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদেরকে নগদ অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ