• ঢাকা
  • |
  • শুক্রবার ১৬ই মাঘ ১৪৩২ ভোর ০৫:০৯:৩৩ (30-Jan-2026)
  • - ৩৩° সে:
রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া নুরুল উলুম মাদরাসায় কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল (এমএ) মাদরাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে মাদরাসা প্রাঙ্গনে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নাছির উদ্দিন তৈয়্যবীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী। মাদরাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ইদ্রিসের সঞ্চালনায় বক্তব্য দেন গভর্নিং বডির সদস্য মাওলানা মোহাম্মদ হারুন ফারুক, উপাধ্যক্ষ ড. মোহাম্মদ আবদুল হালিম, শিক্ষক মাওলানা আবদুল কাদের নঈমী, মাওলানা নাছির উদ্দিন নাহিদ, মোহাম্মদ আলী এবং অভিভাবক নেজাম উদ্দিন।বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও আধুনিক জ্ঞানচর্চার সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষায় অভিভাবকদের দায়িত্বের কথা তুলে ধরেন।আলোচনা শেষে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।