বকশীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পারফরম্যান্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম, এসইডিপি প্রকল্পের আওতায় কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।৩১ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা গণগ্রন্থাগারে অনুষ্ঠিত হয়।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন।উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তারের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. শামসুল আলম, সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আজাদুর রহমান ভূইয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, ধানুয়া কামালপুর কোঅপারেটিভ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, অভিভাবক আবদুল করিম, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসী।২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ৩০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।শিক্ষার মানোন্নয়নে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়।সম্মাননা পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন মেধাবী শিক্ষার্থীরা।