• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৩:১৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:২৩:১৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, আহত ৩

২০ আগস্ট ২০২৩ বিকাল ০৫:১৬:৪২

চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর, আহত ৩

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চৌমুহনীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে সন্ত্রাসীরা।

১৯ আগস্ট শনিবার দিবাগত রাতে চৌমুহনী শহরের দক্ষিণ বাজারে মর্ডান ফুড ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক দেলোয়ার হোসেনসহ ৩ জন আহত হয়।

এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মর্ডান ফুডের মালিক দেলোয়ার হোসেন জানান, রাত সাড়ে ৯ টার দিকে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। এ সময় দোকানের আসববাবপত্র ও  গ্লাস ভাংচুরসহ বিভিন্ন জিনিসপত্র তছনছ করে। হামলায় তিনিসহ ৩ জন গুরুতর আহত হয়। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে ভর্তি করে। কি কারণে এই হামলার ঘটনা ঘটেছে, তা তিনি সঠিকভাবে বলতে পারছেন না।

ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পেয়ে রাতেই বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ও চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল খায়ের ব্যবসা প্রতিষ্ঠানে এ ধরনের অতির্কত সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানার অফিসার মীর জাহিদুল হক রনি জানান, এ ঘটনায় কেউ এখনও থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ