• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:১৩:২৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০২:১৩:২৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

দেড় মাস পর নিজের পরিবারে ফিরেছে কিশোর ইয়াসিন

১৯ আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:১২:১৩

দেড় মাস পর নিজের পরিবারে ফিরেছে কিশোর ইয়াসিন

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: দেড় মাস আগে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ইয়াসিন (১৪)। এ ঘটনার পর থেকে তার আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে সর্বশেষ গুরুদাসপুর উপজেলার কাচিকাটা বিশ্বরোড এলাকায় কান্নাকাটি করার সময় সেখানকার টহল পুলিশের নজরে আসে ইয়াসিন। এসময় আহত ইয়াসিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে তার দেয়া তথ্যানুসারে ইয়াসিনের পরিবারের খোঁজ করা শুরু হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে সেটি নজরে আসে ইয়াসিনের পরিবারের। পরে তারা পুলিশে যোগাযোগ করলে ১৯ আগস্ট শনিবার ইয়াসিনকে তার পরিবারের হাতে তুলে দেয়া হয়।

এর আগে ইয়াসিনকে নতুন জামা, প্যান্ট ও জুতা কিনে দেন স্থানীয় হাজেরা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিকের ব্যাবস্থাপনা পরিচালক ডা. মো. আমিরুল ইসলাম সাগর। তিনি একই সাথে ইয়াসিনের পরিবারকে আর্থিক সহায়তা করেন। কিশোর ইয়াসিন ঢাকার রায়বাজার মহল্লার মো. শাহ আলমের পুত্র।  

ইয়াসিনের মা রিনা বেগম বলেন- আমার ছেলের বয়স ১৪ বছড়, কিন্তু দেখতে ৭-৮ বছড়ের মনে হয়। ও খুবই চঞ্চল প্রকৃতির হওয়ায় দেড় মাস আগে বাড়ি থেকে বেড় হয়ে আর ফেরেনি। আত্নীয়-স্বজনসহ আমরা সাধ্যানুযায়ী সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করেছি, কিন্তু পাইনি। শুক্রবার রাত ১২টার দিকে আমার এক আত্নীয় মোবাইলে ইয়াসিনের খোঁজ দেয়। পরে আমরা থানা পুলিশের সাথে যোগাযোগ করে ঢাকা থেকে গুরুদাসপুরে রওয়ানা দেই।

তিনি আরও জানান- ইয়াসিন ঢাকা থেকে গাড়িতে এবং হেটে গুরুদাসপুরে আসে। পরে পুলিশ ওকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে। দেড় মাস পর আমি সন্তানকে পেয়ে অনেক আনন্দিত। বাংলাদেশ পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ারুজ্জামান বলেন- আমাদের টহল পুলিশ ইয়াসিনকে রাস্তায় কাঁদতে দেখে উদ্ধার করে থানায় নিয়ে আসে। সে রাস্তায় পড়ে গিয়ে আঘাতপ্রাপ্ত হয়েছিলো। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি। পরে দৈনিক সমকালের গুরুদাসপুর প্রতিনিধি মো. নজমুল হাসানের সহযোগিতায় আমরা ইয়াসিনের পরিবারের সন্ধান পাই। শনিবার দুপুরে ইয়াসিনকে তার মা ও ভাইয়ের হাতে তুলে দেয়া হয়। গুরুদাসপুর থানা পুলিশ তাদের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন মানবিক কার্যক্রমও অব্যাহত রেখেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ