• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩০:৩৮ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০৮:৩০:৩৮ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রোপা আমন আবাদে ব্যস্ত কাজিপুরের কৃষকরা

১৪ আগস্ট ২০২৩ দুপুর ০২:২৩:১১

রোপা আমন আবাদে ব্যস্ত কাজিপুরের কৃষকরা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় পার করছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কৃষকেরা।

১৩ আগস্ট রোববার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, জমি পরিচর্যা থেকে শুরু করে জমিতে চারা রোপণ পর্যন্ত ভিন্ন-ভিন্ন কাজে ব্যস্ত রয়েছে কৃষকরা। কেউ ময়লা-আবর্জনা পরিষ্কার শেষে ট্রাক্ট্রর দিয়ে হালচাষ করে জমিতে মই টানছে। আবার জমিতে চারা রোপণের কাজে ব্যস্ত অনেকে। তবে সার, ডিজেল ও বিদ্যুৎ খরচের পাশাপাশি শ্রমিকদের মজুরি বৃদ্ধিতে অনেকটাই বিপাকে পড়েছেন কৃষকরা।

উপজেলার আলমপুর গ্রামের কৃষক আমানুল্লাহ বলেন, সকালে জমিতে এসে ট্রাক্টর দিয়ে হালচাষ শেষ করলাম। জমিতে পরিমাণমতো পানি সেচ দিয়ে কাল-পরশু চারা লাগাবো।

ভানুডাঙ্গা গ্রামের কৃষক সালাম, তোতা ও জাহাঙ্গীর বলেন, জমিতে চারা লাগানো থেকে শুরু করে ফসল আসার আগ পর্যন্ত আমাদের যে পরিমাণে অর্থ খরচ হয়, তা ফসল বিক্রি করে পাওয়া যায় না। সার, তেল ও বিদ্যুৎ খরচের পাশাপাশি শ্রমিকদের মজুরিও অনেকটা বেশি। যার কারণে ফসল চাষ করতে অনেকটাই বেগ পোহাতে হচ্ছে আমাদের। উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি ধানের দাম বাড়ানোর দাবি করছেন তারা।

কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, চলতি বছরে কাজিপুর উপজেলায় ১১ হাজার ১০০ হেক্টর জমিতে ধান চাষের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে প্রায় ৬ হাজার হেক্টর জমিতে চারা রোপণের কাজ সম্পন্ন হয়েছে। কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে কৃষকদেরকে বিভিন্ন প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছে। আবহাওয়া ভালো থাকলে বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ ধান পাওয়া যাবে বলে আশা করছেন কৃষি বিভাগ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ