• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৮:১৮ (09-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:৫৮:১৮ (09-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফরিদপুরে থানায় আটকে ব্যবসায়ীকে নির্যাতন, এএসআই ক্লোজড

১২ আগস্ট ২০২৩ সকাল ০৭:৩৮:৫২

ফরিদপুরে থানায় আটকে ব্যবসায়ীকে নির্যাতন, এএসআই ক্লোজড

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্যবসায়ীকে থানায় আটকে রেখে নির্যাতনের অভিযোগে এক এএসআইকে ক্লোজড করা হয়েছে।

চরভদ্রাসন থানার ওসি সেলিম রেজা সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের একটি অভিযোগ জানতে পেরে সন্ধ্যায় পুলিশ সুপারের নির্দেশে এএসআই শিমন খানকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।’

নির্যাতনে আহত ব্যবসায়ী রব মোল্লা (৩৫) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে তার ছোট একটি ফাস্টফুডের দোকান রয়েছে।

রব মোল্লা বলেন, ‘৮ আগস্ট মঙ্গলবার বিকালে এএসআই শিমন তার দোকানে কুড়ি শলাকার এক প্যাকেট বেনসন সিগারেট নিয়ে আসেন। তিনি সেটি বদলে দশ শলাকার ছোট দুটি প্যাকেট দিতে বলেন। কিন্তু দোকানে তখন ছোট প্যাকেট ছিল না। ফলে তিনি দিতে পারেননি। এতে ক্ষিপ্ত হয়ে এএসআই শিমন তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। ৯ আগস্ট বুধবার দুপুর ১টার দিকে এএসআই শিমন খান থানার এসআই ইব্রাহিম ও সাব্বিরকে নিয়ে আবার দোকানে আসেন। তারা আমাকে মারতে মারতে দোকান থেকে বের করে থানায় নিয়ে যান। পরে একটি কক্ষে আটকে বেপরোয়া মারধর করেন।’

দোকানি আরও বলেন, ‘শিমন মাঝে মাঝেই এসে এমন দাপট দেখান আর দোকানে ভেজাল লাগান। আমি এর বিচার চাই।’

রব মোল্লার স্ত্রী সাবিনা বেগম বলেন, ‘দোকানের কর্মচারী ছেলেটি আমাকে ফোন দিয়ে ঘটনাটি জানায়। তখন থানায় গিয়ে দেখি, তারে অনেক মারধর করছে। উনি চেয়ারে বসা ছিলেন, উঠতেও পারেন না এমনভাবে মারছে। সাধারণ একজন মানুষকে কেন এমনভাবে মারবে? আমি এর বিচার চাই।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ