• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০১:১৭:২৮ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০১:১৭:২৮ (14-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

প্রবাসী স্বামীর কাছে গোপন ভিডিও পাঠানোর হুমকিতে গৃহবধূর আত্মহত্যা

১০ আগস্ট ২০২৩ সকাল ১০:৩৪:০৮

প্রবাসী স্বামীর কাছে গোপন ভিডিও পাঠানোর হুমকিতে গৃহবধূর আত্মহত্যা

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার ভূষনার সুলতান মিয়া নামে এক ব্যক্তি স্বর্ণালী আক্তার(২১) নামে এক তরুণীর প্রবাসী স্বামীর কাছে তার গোপন ভিডিও পাঠিয়ে দেবার হুমকি দিলে ওই গৃহবধূ নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

৯ আগস্ট বুধবার রাত ১২টার দিকে দেবীদ্বার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। 

ঘটনার বিষয়ে নিহতের মা হালিমা বেগম জানান, ভূষনা গ্রামের মৃত সুন্দর আলীর ছেলে সুলতান মিয়া তার মেয়ে গোপন ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠানোর হুমকি দিলে তার মেয়ে আত্ম-সম্মানের ভয়ে এ পথ বেছে নেন।

তিনি আরো জানান, সুলতান মিয়ার কাছে তিনি ৫ লক্ষ টাকা পাওনা। এছাড়া তার সাথে সুদি লেনদেনের কারবার ছিল দীর্ঘদিন ধরে। সাম্প্রতিক সময়ে তিনি তার পাওনা টাকা চাইলে সুলতানের সাথে মতবিরোধ হয়।

সেই সুবাদে সুলতান তার প্রথম সংসারের দুই মেয়ে হাবিবা ও স্বর্ণালীকে বিভিন্ন প্রলোভন দেখান। তার মা হালিমা বেগম না-কি পুরো সম্পত্তি ও টাকা পায়সা দ্বিতীয় স্বামী ও সন্তানের নামে লিখে দিচ্ছেন। তার ছোট মেয়ে স্বর্নালীকে নিজ স্বামীর বাড়ি ধামতী থেকে মায়ের সম্পত্তির পাইয়ে দেয়ার লোভ ও বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে আসেন। প্রথমে নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাড়া বাসায় ১০-১৫ দিন রাখার পর বড় মেয়ে হাবিবার প্রবাসী জামাতা কাউছারের সঙ্গে যোগাযোগ করে। শ্বাশুড়ির সম্পদের লোভ দেখিয়ে হালিমা বেগমের বড় মেয়ে হাবিবাসহ ছোট মেয়ে স্বর্নালীকে চট্টগ্রামের অলংকারে ভাড়া বাসায় রাখে।

এদিকে হালিমা বেগম একসাথে দুই মেয়ের খোঁজ না পেয়ে দিশেহারা হয়ে পড়েন।

ঘটনার এক সপ্তাহ পর স্বর্ণালী তার মাকে ফোন দিয়ে জানায়, তারা দুই বোন চট্টগ্রামের অলংকারে আছেন। হালিমা বেগম সুলতানকে চাপ প্রয়োগ করলে, সুলতানসহ গিয়ে তিনি তার দুই মেয়েকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে ৫ আগস্ট শনিবার রাতে স্থানীয় আবুল কালাম ও সোলেমানের উপস্থিতিতে ঘরোয়া শালিশে সুলতানের দেয়া মেয়েদের প্রলোভন ও আত্মগোপনে রাখার বিষয়টি সমাধান হয়। শালিশের একদিন পর সুলতান তার ছোট মেয়ে স্বর্ণালীকে ফোন করে ডেকে নিয়ে তার গোপন ভিডিও প্রবাসী স্বামীর কাছে পাঠানোর ভয় দেখালে, আত্মসম্মানের ভয়ে গত ৮ আগস্ট মঙ্গলবার রাতের কোনো এক সময় নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তিনি আরও জানান, সুলতান তার ছোট মেয়েকে বিভিন্ন বাসায় নিয়ে গিয়ে কিছু গোপন ভিডিও ধারণ করেছিল।

নিহতের বড় বোন হাবিবা জানান, সুলতান আমার প্রবাসী স্বামীকেও লোভ দেখায় আমার মায়ের টাকা ও সম্পদের। আমি যদি মায়ের কাছ থেকে টাকা ও সম্পদ না এনে দেই আমাকে নিয়ে সংসার করবে না বলে আমার স্বামী জানায়। পরে আমি বাধ্য হয়ে সুলতান মিয়ার কথায় ছোট বোন স্বর্নালীর সাথে চট্টগ্রামে ভাড়া বাসায় আত্মগোপনে থাকি। পরে ভুল বুঝতে পারে মায়ের কাছে ফিরে এসেছি।

হাবিবা আরও বলেন, তবে এর আগেই লম্পট সুলতান গোপনে আমার ছোট বোন স্বর্ণালীর কিছু খারাপ ভিডিও ধারণ করেছে বলে আমরা ধারণা করছি। যে কল রেকর্ড ও গোপন ভিডিও ফুটেজ প্রবাসী স্বামীর কাছে পাঠানোর ভয়ে সে আত্মহত্যা পথ বেছে নিয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত সুলতান মিয়া সাথে কথা বলার চেষ্টা করলে জানা যায় তিনি এলাকা ছেড়ে পালিয়েছেন। মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

এ বিষয় দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক পাঠানো হয়েছে। ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭