• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৮:৪৮ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১৮:৪৮ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রামপালে নবাগত জেলা প্রশাসকের সুধীজনদের সাথে মত বিনিময় সভা

৬ আগস্ট ২০২৩ রাত ০৮:১৬:১৫

রামপালে নবাগত জেলা প্রশাসকের সুধীজনদের সাথে মত বিনিময় সভা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাট জেলা প্রশাসক মো. খালিদ হোসেন রামপাল উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। ৬ আগষ্ট রোববার বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মো. খালিদ হোসেনক।

আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মোজাফফর হোসেন, বাশতলী ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, ভাগা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শেখ খালিদ আহম্মেদ, সাংবাদিক হাওলাদার আবদুল হাদি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদি, সাংবাদিক সরদার মহিদুল ইসলাম প্রমুখ।

সভায় রামপাল উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকগণ, গণ্যমান্য ব্যক্তি ও সুধী সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ অবকাঠামোগত সমস্যা ও উন্নয়ন, আইন শৃঙ্খলার উন্নতি এবং সম্ভাবনার বিষয় তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় জেলা প্রশাসক মো. খালিদ হোসেন বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষিত জাতি হিসাবে গড়ে তুলতে মাদক মুক্ত রাখতে হবে, বাল্যবিবাহ বন্ধ করে সন্তানদের লেখাপড়ায় মনোযোগী করাতে হবে। সকল অভিভাবকদের একটি বিষয়ে মনে রাখতে হবে, আপনার সন্তান কি করছে ? কোথায় যাচ্ছে সেটি খেয়াল রেখতে হবে। সরকার উদ্যোগ নিয়েছে প্রকুত ভূমিহীনদের বাছাই করে তাদের ঘরসহ পুনর্বাসন করছে। কমিউনিটির নাগরিকদের বাড়ীর কাছে স্বাস্থ্য সেবা পৌছে দেয়া হয়েছে। বয়স্ক ভাতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ নিশ্চিতে সরকারের সকল সেবা অনলাইনে করা হচ্ছে। ভূমি সংক্রান্ত সমস্যায় থানায় জিডি করা এখন আরও সহজ করা হয়েছে। সেবা প্রত্যাশীদের সমস্যা সমাধানের জন্যে তাদের কথা শুনতে হবে, তাদের দ্রুত সেবা প্রদান করতে হবে। জনপ্রতিনিধিদের সাথে নাগরিকদের আরও যোগসূত্র বাড়াতে হবে। মাছ চাষ বাড়াতে সকল প্রকার সহযোগীতা করা হবে। এ জন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ