• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:০৬:৪৮ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ ভোর ০৫:০৬:৪৮ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ঈশ্বরদীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

৩ আগস্ট ২০২৩ রাত ০৮:১০:২০

ঈশ্বরদীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ সালাউদ্দীন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাশুড়িয়া বনপাড়া মহাসড়কের মুলাডুলি রেলক্রসিংয়ের আগে অস্থায়ী চেকপোস্টে তল্লাশিকালে তাকে ইয়াবাসহ আটক করা হয়।

আটক সালাউদ্দীন কক্সবাজার জেলার চকরিয়া থানার বদরখালী গ্রামের  মৃত শফিকুর রহমানের ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশুড়িয়া বনপাড়া মহাসড়কের মুলাডুলি রেলক্রসিংয়ের আগে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে। এ সময় ঢাকা হতে কুষ্টিয়াগামী এসবি পরিবহন গাড়ীর (নম্বর-ঢাকা মেট্রো ব-১৫-৭১০২) যাত্রীদের তল্লাশি করলে সালাউদ্দীন নামে এক মাদক ব্যবসায়ীর প্যান্টের পকেটে পলিথিনের মোড়ানো ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। পরে তাকে সন্দেহ হলে এক্সরে এবং আলট্রাসোগ্রাম করার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আলট্রাসোগ্রাম করার পর তাঁর পেটে ক্যাপসুল শনাক্ত হয়। তাকে ওষুধ সেবনের পর পায়ুপথে ২৮টি ক্যাপসুল বের হয়ে আসে। পরে সেই ক্যাপসুল থেকে ১ হাজার ৪ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর সদস্যদের জিজ্ঞেসাবাদে সালাউদ্দীন জানায়, কক্সবাজার থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবা খেয়ে পেটে করে উপজেলার দাশুড়িয়া এলাকায় বিক্রয়ের জন্য নিয়ে আসে। পথিমধ্যে ৬৫০ পিস ইয়াবা ট্যাবলেট পায়ুপথে বের হয়ে যায়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ‘পাবনা খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লা আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমানসহ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরে সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ সালাউদ্দীন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ