• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৩:৩২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ রাত ১০:০৩:৩২ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

শিক্ষা

এবার ৩ পার্বত্য জেলায় কমেছে পাশের হার

২৮ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:১১:৩৫

এবার ৩ পার্বত্য জেলায় কমেছে পাশের হার

রাঙামাটি প্রতিনিধি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্ত পার্বত্য ৩ জেলায় এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাশের হার গত বছরের তুলনায় কমেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ন চন্দ্র নাথ।

তিনি জানান, পার্বত্য জেলা রাঙামাটিতে এবার এসএসসিতে পাশের হার ৬৭.৯২, গত বছর পাশের হার ছিলো ৮১.৬০। খাগড়াছড়িতে এবার পাশের হার ৬৮.৩৭, গত বছর পাশের হার ছিলো ৭৫.৮৭। বান্দরবানে এবার পাশের হার ৭০.৩০, গত বছর পাশের হার ছিলো ৭৮.৩৬।

২৮ জুলাই শুক্রবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণাকালে নারায়ন চন্দ্র নাথ আরও জানান, রাঙামাটি জেলা থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো ৮ হাজার ৭৪২ জন, খাগড়াছড়ি থেকে ৯ হাজার ৮৬৬ জন ও বান্দরবান থেকে ৪ হাজার ৯৪৫ জন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার চট্টগ্রাম বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছেন ১১ হাজার ৪৫০ জন শিক্ষার্থী। এদের মধ্যে ৫ হাজার ৪ জন ছাত্র এবং ৬ হাজার ৪৪৬ জন ছাত্রী। আগের বছরের তুলনায় এ বছর চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দু’টোই কমেছে।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৩ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ২১৬টি কেন্দ্রে ১ হাজার ১০৭টি প্রতিষ্ঠানের ১ লাখ ৫৪ হাজার ৭৬৯ শিক্ষার্থী অংশ নিয়েছেন। পাস করেছেন ১ লাখ ২০ হাজার ৮৬ জন শিক্ষার্থী। এদের মধ্যে ছাত্র ৬৮ হাজার ৩১৬ জন এবং ছাত্রী ৮৬ হাজার ৫০৩ জন। পাসের হার ৭৮.২৯ শতাংশ। যা গত বছরের তুলনায় ৯.২৪ শতাংশ কম। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ছাত্র পাসের হার ৭৭.৭৫ শতাংশ, যা গত বছরের তুলনায় ৯.৫৮ শতাংশ কম এবং ছাত্রী পাসের হার ৭৮.৭২ শতাংশ, যা গত বছরের তুলনায় ৮.৯৭ শতাংশ কম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দাম কমলো জ্বালানি তেলের
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৯:৩৬:৩৩





প্রকৃত রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়াল
৩০ এপ্রিল ২০২৫ রাত ০৮:০৯:৩৯




শ্রীপুরে বসতবাড়ি ভেঙে সরকারি জমি দখল
৩০ এপ্রিল ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬:৫১