• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৭:২৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৭:২৩ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৭

২০ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:১৯:০১

সিলেটে মাইক্রোবাস-অটোরিকশার সংঘর্ষে নিহত বেড়ে ৭

সিলেট প্রতিনিধি: সিলেটে মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতজনে। এ ঘটনায় আহত চারজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

২০ জুলাই বৃহস্পতিবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুন্দ্রাগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলার পাওরুয়া আনোয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাওলানা কাজী আমির উদ্দিন (৪২), সিএনজিচালিত অটোরিকশা চালক একই উপজেলার ইসলামপুরের মো. শাহজাহানের ছেলে মো. কালন মিয়া (৩৫), উত্তর টুকেরগাঁওয়ের সুরুজ্জামানের স্ত্রী রিতা আক্তার (৩০), ইসলামপুর গ্রামের গয়াব আলীর ছেলে জালাল মিয়া (৪৫),  বতুমারা গ্রামের মৃত হুছন আহমেদের ছেলে ইদ্রিস আলী, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাগলি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে একাব্বর আলী (৫৫) ও পর্যটকবাহী মাইক্রোবাসের চালক ঢাকার মানিকগঞ্জের সিংগাইর উপজেলার দক্ষিণ ধর্ল্লা গ্রামের দোয়াত আলীর ছেলে আবু তাহের (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে ছেড়ে যাওয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৭৪৬২) সকাল সাড়ে ৮টার দিকে সুন্দ্রাগাঁও নামক স্থানে পৌঁছলে গাড়িটির সামনের ডানপাশের চাকা ব্লাস্ট হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দু’টি গাড়িই রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক ও নারীসহ ৪ যাত্রী নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও তিনজন মারা যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুল ইসলাম বলেন, এ দুর্ঘটনায় সব মিলে ৭ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯