• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৯:৪৩ (13-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • সোমবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ১০:৩৯:৪৩ (13-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলে জাল ভোট দেওয়ায় ২ যুবক আটক

১৭ জুলাই ২০২৩ দুপুর ০২:৪৩:০৭

টাঙ্গাইলে জাল ভোট দেওয়ায় ২ যুবক আটক

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ার সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। ১৭ জুলাই সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ৯০নং ভন্ডেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন এই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়স সন্দেহ হওয়ায় তাদের আটক করে পুলিশে দেয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ভন্ডেশ্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. নাসির উদ্দিন জানায়, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসে দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেয়ার সন্দেহে তাদের আটক করে।

তিনি আরও জানান, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

সোমবার সকাল ৮ টা থেকে পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নির্বাচনে ২ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে মোট ১৬ হাজার ৯৫০ জন ভোটার রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭