• ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:১২:১৯ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৮শে বৈশাখ ১৪৩১ রাত ০১:১২:১৯ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

টাঙ্গাইলের ৬ ইউপিতে ভোট গ্রহণ চলছে

১৭ জুলাই ২০২৩ দুপুর ১২:৪৮:১৪

টাঙ্গাইলের ৬ ইউপিতে ভোট গ্রহণ চলছে

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। ১৭ জুলাই সোমবার সকাল ৮ টা থেকে ব্যালটের মাধ্যমে শুরু হওয়া এ ভোট বিকাল ৪টা পর্যন্ত চলবে।

সকাল থেকেই ভোট কেন্দ্রগুলোতো নারী ও পুরুষ ভোটারের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছ। ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে দেখা যায়।

নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষে পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে নির্বাচনী এলাকায়। এছাড়াও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল রয়েছে পুরো নির্বাচনী এলাকায়।

সখিপুর ও কালিহাতী উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩১ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার রয়েছেন ১০ লাখ ৯ হাজার ১২৮ জন। ভোট কেন্দ্র রয়েছে ৫৫টি।

সখীপুর উপজেলার ৪টি ইউনিয়ন হচ্ছে- কালিয়া, বড়চওনা, হাতিবান্ধা ও হতেয়া-রাজাবাড়ি। কালিহাতী উপজেলার দুইটি ইউনিয়ন হচ্ছে বীরবাসিন্দা ও পারখী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ