• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫৯:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ দুপুর ১২:৫৯:০৬ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

লংগদুতে জরাজীর্ণ ব্রিজের পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

১৫ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৭:২১:২৫

লংগদুতে জরাজীর্ণ ব্রিজের পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউসপুর ফরেস্ট অফিস এলাকার জরাজীর্ণ ব্রিজটি পুনঃনির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ভাসান্যদম, বগাচতর, গুলশাখালীসহ ৩ ইউনিয়নের জনসাধারণ।

১৫ জুলাই শনিবার সকাল ১১টায় গাউসপুর জরাজীর্ণ ব্রিজ সংলগ্ন এলাকায় তিন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে এ মানববন্ধন করেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন ৪নং বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশর। মো. রাকিব হাসানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা, ইউপি সদস্য আব্দুল করিম, ইউপি সদস্য আবু তালেব, বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব, নাগরিক পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক এবিএস মামুনসহ তিন ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে বক্তারা বলেন, কয়েক বছর যাবত তিনটি ইউনিয়নের যাতায়তের একটি মাত্র রাস্তার উপর নির্মিত ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পরে আছে। জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটির উপর দিয়ে রাস্তা পারাপার হচ্ছে তিন ইউনিয়নের লক্ষাধিক সাধারণ মানুষ। এই ব্রিজটির উপর দিয়েই প্রতিদিন পারাপার হয় কয়েক মেট্রিক টন কাঁচামাল। নিয়মিত যাতায়েত করে স্কুল-মাদ্রাসার হাজারো ছাত্র-ছাত্রী।

তারা বলেন, দেশ যখন উন্নয়নের মডেল হয়েছে, তখন আমরা কেন পিঁছিয়ে থাকবো? মাত্র ৭০ মিটার ব্রিজটি যেকোন মূহুর্তে সরকার চাইলে করতে পারে। কিন্তু কথা বলার কেউ নাই। সবাই শুধু আমাদের আশ্বাস দিয়েই যাচ্ছে। দ্রুত ব্রিজটি পুনঃনির্মাণ না করলে যেকোন মূহুর্তে ব্রিজটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা হলে এর দায় কেউ এড়াতে পারবে না।

দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি ভেঙ্গে পুনঃনির্মাণের জোর দাবি জানান এলাকাবাসী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ