• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৫:৪৭ (14-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে বৈশাখ ১৪৩১ রাত ০৩:২৫:৪৭ (14-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাওরে নৌকা ডুবি: যাত্রীদের বাঁচাতে প্রাণ দিলেন যুবক

১১ জুলাই ২০২৩ বিকাল ০৪:২২:৪৯

হাওরে নৌকা ডুবি: যাত্রীদের বাঁচাতে প্রাণ দিলেন যুবক

ইটনা (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের অষ্টগ্রামে ৭জন যাত্রী ও গবাদিপশু নিয়ে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন সাবিকুল ইসলাম (২৫) নামের এক যুবক।

১০ জুলাই সোমবার বেলা দেড়টায় কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের ভাতশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার কলমা ইউনিয়নের কাকুরিয়া গ্রাম থেকে ছোট ডিঙ্গি নৌকায় ৫ নারী-পুরুষ, ২ শিশু ও ১টি গরু নিয়ে বাজিতপুর উপজেলার হাছানপুর গ্রামে যাওয়ার পথে অষ্টগ্রামের কাস্তুল ইউনিয়নের ভাতশালা এলাকায় স্রোতে টানে নৌকাটি ডুবে যায়।

এ সময়, ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কে ঘুরতে আসা পর্যটক সাবিকুল ইসলাম তাদের উদ্ধার করতে পানিতে ঝাপিয়ে পড়েন। তিনি এক শিশু ও নারীকে উদ্ধার করে সড়কে উঠতে গিয়ে হঠাৎ নিজেই হাওরের পানিতে তলিয়ে যান।

পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান চালিয়ে সন্ধ্যা পৌনে ৭টায় সাবিকুলের মরদেহ উদ্ধার করে।

নিহত সাবিকুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বরাগীরকান্দি গ্রামের আবদুর রহিমের ছেলে।

অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের অধিনায়ক সাব অফিসার কবির আহমেদ ভূইয়া বলেন, আমরা বেলা দেড়টায় নৌ-দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে বাজিতপুর থেকে ডুবরি এলে উদ্ধার কাজ শুরু করি।  সন্ধায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








নবীনগরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
১৩ মে ২০২৪ সন্ধ্যা ০৬:৪২:১৭