• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৫:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৫:২৫ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

নির্মানধীন বাড়ির বিম ভেঙ্গে শ্রমিক নিহত

১০ জুলাই ২০২৩ বিকাল ০৫:৩০:৫৯

নির্মানধীন বাড়ির বিম ভেঙ্গে শ্রমিক নিহত

যশোর (দক্ষিণ) প্রতিনিধি: যশোর শার্শার বাগআঁচড়ায় নির্মানাধীন বাড়ির বিম ভেঙে নিচে চাপা পড়ে জাহিদ হোসেন (১৯) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন।

১০ ই জুলাই সোমবার সকাল ৯ টার দিকে বাগআঁচড়া টিএনটি অফিস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহিদ হোসেন পাশ্ববর্তী কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আবু তালেবের ছেলে।

নিহতের ভগ্নিপতি শিমুল জানান, জাহিদ পেশায় একজন রাজমিস্ত্রি। বাগআঁচড়ার টিএনটি অফিস সংলগ্ন কামরুল ইসলামের  নির্মানাধীন একটি বাড়ীতে সেনটারিংয়ের কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবসত বাড়ির বিম হঠাৎ জাহিদ হোসেনের উপর চাপা পড়লে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

নির্মানধীন বাড়ির মালিকের ভগ্নিপতি আব্দুল্লাহ-আল-মামুন বলেন, বিল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতাবসত এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনে আমি তাদের বাড়িতে গিয়েছি। গত ৩ মাস ধরে সে এ বাড়ির নির্মানের কাজ করে আসছিলো। বিষয়টি খুবই দুঃখজনক। নিয়মানুযায়ী আমরা তার জন্য যেটুকু সাহায্য সহযোগিতা করার দরকার তা করবো।

স্থানীয় ইউপি সদস্য মুজিবর রহমান মজু জানান, নিহত জাহিদ আমার গ্রামের ছেলে। সে রাজমিস্ত্রি কাজ করতো। সকালে কাজ করতে গিয়ে বিম ভেঙ্গে চাপা পড়ে সে মারা গেছে। তার মৃত্যুর ঘটনায় কোন পক্ষই দায়ী না। মালিক পক্ষের লোজজন ঘটনা শুনে জাহিদের বাড়িতে এসেছিলো। তারা জাহিদের পরিবারের সকল দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম  জানান, বিষয়টি শুনেছি। পরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে কোন মামলা হয়নি বলে তিনি নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯