• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫৩:১৪ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:৫৩:১৪ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত পানিসম্পদ সচিব

৮ জুলাই ২০২৩ সন্ধ্যা ০৬:০০:৫১

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে অতিরিক্ত পানিসম্পদ সচিব

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মল্লিক সাঈদ মাহবুব। ৮ জুলাই শনিবার ভাঙ্গন প্রতিরোধে জিও ব্যাগ ডাম্পিং কাজের পরিদর্শনে এসেছিলেন তিনি।

এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মো. শহীদুল ইসলাম। রাজশাহী উওর পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, সিরাজগঞ্জের অতিরিক্ত  জেলা প্রশাসক(রাজস্ব)  মো. মোবারক হোসেন, জেলা পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী  মাহবুবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী মো.মিলটন হোসেন, বাঘুটিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম মোল্লা।

শনিবার দুপুরে উপজেলার খাষপুখুরিয়া, বাঘুটিয়া, বিনানই, চর সলিমাবাদ, ভূতের মোড় ভাঙন কবলিত এলাকা পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, বর্ষা মৌসুমে ভাঙন  বৃদ্ধি পাওয়ায় জরুরিভিত্তিতে ভাঙন কবলিত অংশে জিও ব্যাগ ফেলা হচ্ছে। খাষপুখুরিয়া থেকে চর সলিমাবাদ পর্যন্ত ৪৬ কোটি টাকার প্রকল্পের কাজ আগামী শুকনো মৌসুমে শুরু হবে। প্রকল্পের কাজ বাস্তবায়নের মধ্য দিয়ে এ উপজেলার ভাঙন প্রবন অঞ্চলগুলো ভাঙনের হাত থেকে রক্ষা করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও জানান, উপজেলা প্রশাসন ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা থাকলে সেটি খতিয়ে দেখা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


কুমিল্লায় জনতা বাস খাদে, আহত ২৫
১২ মে ২০২৪ সকাল ০৯:৩১:২৫