• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:১৫:৩৬ (12-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ২৯শে বৈশাখ ১৪৩১ সকাল ০৯:১৫:৩৬ (12-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

হাসেম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, গ্রেফতার ২

৭ জুলাই ২০২৩ বিকাল ০৩:৩৭:১৯

হাসেম হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, গ্রেফতার ২

হাসেম হত্যাকাণ্ডে গ্রেফতার শহীদুল ইসলাম এবং জসীম উদ্দিন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ার ভ্যানচালক হাসেম হত্যাকাণ্ডের মূল রহস্য উন্মোচন করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরও ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ৬ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার দহগ্রাম এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- সাটুরিয়া উপজেলার রুহুল্লী গ্রামের শহীদুল ইসলাম এবং পূর্ব শিমুলিয়া গ্রামের জসীম উদ্দিন।  

শুক্রবার বেলা ১১ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার মূল পরিকল্পনাকারী প্রধান আসামী ওসমানের সাথে হাসেমের স্ত্রী সুফিয়া আক্তারের অবৈধ সম্পর্ক ছিল। সুফিয়াকে বিয়ে করার উদ্দেশ্যে হাসেমকে হত্যার পরিকল্পনা করে ওসমান। এজন্য জসীম ও শহীদুল নামের ২ জনকে বিশ হাজার টাকা দিয়ে ভাড়া করে। ঘটনার দিন আনুমানিক রাত ১০ টায় একটি তালাবদ্ধ বাড়িতে তাস খেলার কথা বলে হাসেমকে ডেকে নিয়ে যায় ওসমান। পরিকল্পনা অনুযায়ী আসামি ওসমান, জসীম শহীদুল মিলে হাসেমের চোখ, হাত বেঁধে প্রথমে কিল-ঘুষি, লাথি মারে। পরে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে তার মরদেহ পাশ্ববর্তী পাটক্ষেতে ফেলে রেখে যায়। হাসেমের স্ত্রী এ হত্যার পরিকল্পনার কথা জানতো। তবে সে ঘটনাস্থলে ছিল না। আসামী ওসমান ইতোমধ্যে গ্রেফতার হয়ে জেল হাজতে আছেন।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ কামরুল হাসান, সাটুরিয়া থানা পুলিশ এবং ডিবি পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন, এসআই আজাহার, এসআই নাজমুল ও এসআই মনিরদের সমন্বয়ে একটি টিম তিন দিনের অভিযান শেষে উক্ত হত্যা মামলাটির মূল রহস্য উন্মোচন করেন এবং ওই ২ আসামীকে গ্রেফতার করেন।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম আল মেহেদী।

তিনি বলেন, সাটুরিয়ার দরগ্রাম গাছবাড়ী এলাকার ভ্যানচালক হাসেম হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের ছেলে নুরুল ইসলাম বাদী হয়ে হত্যা মামলা করেন। এ ঘটনায় জড়িত ওসমান ও জলিল নামে দুজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। বৃহস্পতিবার ঘটনার সঙ্গে জড়িত আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুপুরে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দির জন্য তাদের আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








রাবিতে রাতভর সংঘর্ষ
১২ মে ২০২৪ সকাল ০৭:৫৭:৫৯