• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০৫:৪২ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:০৫:৪২ (11-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

রোহিঙ্গা ক্যাম্পে ২ পক্ষের গোলাগুলিতে নিহত ৫

৭ জুলাই ২০২৩ দুপুর ০১:১৬:২২

রোহিঙ্গা ক্যাম্পে ২ পক্ষের গোলাগুলিতে নিহত ৫

কক্সবাজার প্রতিনিধি: রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে ৫ জন নিহতের খবর পাওয়া গেছে। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রহিঙ্গা সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ রোহিঙ্গা নিহত হয়েছেন।

৭ জুলাই শুক্রবার সকাল ৬ টার দিকে ক্যাম্প-৮ ওয়েস্টে এ গোলাগুলির ঘটনা ঘটে।

৮ এপিবিএন ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, ক্যাম্প-৮ ডাব্লিউ এর এইচ-৪৯ ব্লকের আনোয়ার হোসেন (২৪), এ-২১ ব্লকের মোহাম্মদ হামীম (১৬), ক্যাম্প-১০ এর এইচ-৪২ ব্লকের নজিবুল্লাহ, ক্যাম্প-৩ এর বি-১৭ ব্লকের নুর আমিন এব অপরজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

অধিনায়ক আমির জাফর বলেন, আজ সকাল ৬টার দিকে ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় দুই পক্ষের ৫ জন নিহত হয়। তবে কাদের মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটেছে তা তিনি নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এপিবিএন ও পুলিশের যৌথ টিম ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পে আইওএম পরিচালিত হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

তিনি আরও জানান, ক্যাম্প এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২ মাসে রোহিঙ্গা ক্যাম্পে এ নিয়ে ৩২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩