• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৫৯:২৩ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে বৈশাখ ১৪৩১ সকাল ০৭:৫৯:২৩ (10-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সৌদির সাথে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদুল আজহা পালিত

২৮ জুন ২০২৩ সন্ধ্যা ০৬:৩৫:৪৪

সৌদির সাথে মিল রেখে শরীয়তপুরের ৫০ গ্রামে ঈদুল আজহা পালিত

মো. ফারুক আহম্মেদ মোল্লা, শরীয়তপুর প্রতিনিধি: সৌদি আরবের সঙ্গে মিল রেখে শরীয়তপুরের ছয় উপজেলার অন্তত প্রায় ৫০ গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করছেন।

২৮ জুন বুধবার সকাল সাড়ে ৯ টায় জেলার প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয় নড়িয়ার সুরেশ্বর দরবার শরীফ মাঠে। সুরেশ্বর দরবার শরীফ মাঠে দরবার শরীফের গদিনশিন পীর বেলাল নূরী জামাতের ইমামতি করেন।

সুরেশ্বর দরবার শরীফের অনুসারী ধর্মপ্রাণ মুসলমান বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন। নামাজ শেষে শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা খিচুড়ি, সেমাই'সহ মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকেন।

সুরেশ্বর দরবার শরিফ সূত্র জানান, জান শরীফ শাহ সুরেশ্বরী নামক এক সুফি এই দরবার প্রতিষ্ঠা করেন। শরীয়তপুরের নড়িয়া উপজেলায় সুরেশ্বর গ্রামের পদ্মা পাড়ে অবস্থিত দরবার শরীফ'টি। সুরেশ্বরের অনুসারীরা প্রায় দেড় শ বছর আগে থেকে সৌদি আরব'সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা রাখেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে আসছেন।

দরবার শরীফের পীর সৈয়দ তৌহিদুল হোসাইন শাহীন নূরী বলেন, সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহার চাঁদ দেখা যায়। সৌদি আরব'সহ পৃথিবীর যেকোনো দেশে চাঁদ দেখা গেলে তার সঙ্গে মিল রেখে শরীয়তপুরের শাহ সুরেশ্বরীর (রহ.) অনুসারীরা ঈদুল আজহা উদযাপন করেন। শুধু ঈদ না সব ধর্মীয় উৎসবও পালন করেন তারা।

 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩