• ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৪:০৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • বুধবার ১৭ই বৈশাখ ১৪৩২ দুপুর ০২:০৪:০৬ (30-Apr-2025)
  • - ৩৩° সে:

সারাবাংলা

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: শিশুসহ নিহত ৮

২৪ জুন ২০২৩ দুপুর ০২:০৩:৩৩

ভাঙ্গায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণ: শিশুসহ নিহত ৮

মোঃ রুবেল আহমেদ, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অ্যাম্বুলেন্সের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৮ জন নিহত হয়েছেন। ২৪ জুন শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার মালিগ্রাম ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ভাঙ্গা উপজেলার মালিগ্রাম ব্রিজের উপরে একটি অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সটি আগুন ধরে যায়। এ সময় গাড়িতে থাকা সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে অগ্নিদগ্ধ হয়ে শিশু ও ড্রাইভারসহ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম। তিনি বলেছেন, একটি দ্রুতগামী অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভাঙ্গার মালিগ্রাম ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে অ্যাম্বুলেন্সে থাকা ৭ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।

ওসি জিয়ারুল ইসলাম আরও বলেন, ধারণা করছি, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রমনার বটমূলে বোমা হামলার মামলার রায় ৮ মে
৩০ এপ্রিল ২০২৫ দুপুর ১২:৩১:৩৯