• ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৭:২৯ (10-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ২৬শে বৈশাখ ১৪৩১ ভোর ০৪:২৭:২৯ (10-May-2024)
  • - ৩৩° সে:

সারাবাংলা

মাটিরাঙ্গায় মডেল মসজিদে ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ

১৬ জুন ২০২৩ সকাল ১১:০৪:৩৮

মাটিরাঙ্গায় মডেল মসজিদে ইমাম নিয়োগে দুর্নীতির অভিযোগ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় ইসলামিক ফাউ‌ন্ডেশনের অর্থায়‌নে নি‌র্মিত মা‌টিরাঙ্গা উপজেলা ম‌ডেল মস‌জিদ ও ইসলা‌মিক সাংস্কৃতিক কে‌ন্দ্রে ইমাম নি‌য়ো‌গে অনিয়ম ও দু‌র্নীতির অ‌ভি‌যোগ উঠেছে।

১৫ জুন বৃহস্পতিবার মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এ অভিযোগ দায়ের করেন মা‌টিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউ‌ন্সিলর মো. তফিকুল ইসলাম।

অভিযোগ প‌ত্রে বলা হয়, সদ‌্য নি‌য়োগপ্রাপ্ত ইমাম মামুনর র‌শিদ জাল প্রত‌্যয়নপত্র ও নকল অভিজ্ঞতা সনদ দি‌য়ে অবৈধ অর্থ লেন‌দে‌নের মাধ‌্যমে মা‌টিরাঙ্গা উপ‌জেলা ম‌ডেল মস‌জিদ ও ইসলা‌মিক সাংস্কৃতিক কে‌ন্দ্রে ইমাম প‌দে নি‌য়োগপ্রাপ্ত হ‌য়ে‌ছেন।

অভিযোগ প‌ত্রে আরও বলা হয়, উপ‌জেলা ম‌ডেল মস‌জিদ ও ইসলা‌মিক সাংস্কৃ‌তিক কে‌ন্দ্রের প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য স‌চিব ও  উপ‌জেল ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন এ অবৈধ নি‌য়ো‌গের পেছ‌নে কাজ কর‌েছে।

উপজেলা মডেল মস‌জি‌দে ইমাম নি‌য়োগকে কেন্দ্র ক‌রে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ কর‌ছে।

এ বিষয়ে সদ‌্য নি‌য়োগপ্রাপ্ত ইমাম মামুনুর র‌শিদ ব‌লেন, আমার বিরুদ্ধে যে অভি‌যোগ তা মিথ‌্যা, বানোয়াট ও ভিত্তিহীন। যেকোন চে‌লেঞ্জ মোকা‌বেলায় আমি প্রস্তুত র‌য়ে‌ছেন।

উপ‌জেলা ম‌ডেল মস‌জিদ ও ইসলা‌মিক সাংস্কৃ‌তিক কে‌ন্দ্রের প‌রিচালনা ক‌মি‌টির সদস‌্য স‌চিব ও উপ‌জেল ফিল্ড সুপারভাইজার মো. আল আমিন জানান, অভিযোগের বিষয়টি মিথ্যা। নিয়োগ কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে প্রার্থীদের সকল কাগজ পত্র যাচাই বাছাই করে মামুনুর রশিদকে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিসয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তীকে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আটক ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:৫৪:৪১

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩
৯ মে ২০২৪ সন্ধ্যা ০৭:১২:৪৩