• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪৭:৫১ (11-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ২৮শে বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:৪৭:৫১ (11-May-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

রাঙামাটির ৮১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

১২ জুন ২০২৩ বিকাল ০৩:২১:১৯

রাঙামাটির ৮১ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

রাঙামাটি প্রতিনিধি: পাহাড়ের শিশুদের দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সার্বিকভাবে শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে প্রতিবছরের ন্যায় আগামী ১৮ জুন পার্বত্য জেলা রাঙামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আয়োজন করতে যাচ্ছে রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। এই ক্যাম্পেইনের আওতায় এবার রাঙামাটি জেলায় ৮১ হাজার ১৯৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

১২ জুন সোমবার বেলা ১২ টায় রাঙামাটিস্থ সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক ওরিয়েন্টেশন সভায় সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এসব কথা জানান।

ডাঃ বিপাশ খীসা জানান, এবারে ১৮ জুনের ক্যাম্পেইনে রাঙামাটিতে ১ হাজার ৩১৫টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৩৫৫ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ বয়সী ৭১ হাজার ৮৩৯ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই ওরিয়েন্টেশন সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ডা: মো:  আবু ফয়সল, দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহমদ, প্রেসক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো : আনোয়ার আল হক প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






প্রধানমন্ত্রীকে ডিবিএ’র অভিনন্দন
১১ মে ২০২৪ দুপুর ০১:৫৯:২৩