• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৪৪:৪৮ (21-May-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • মঙ্গলবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৪৪:৪৮ (21-May-2024)
  • - ৩৩° সে:

ঘোড়াঘাটে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। ১২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।শিশুদের মুখে ভিটামিন এ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।  এসময় সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) আসাদুজ্জামান আসাদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. নূর-ই আজমীর ঝিলিক, মেডিকেল অফিসার ডা. প্রিয়াঙ্ক কুন্ডু, ডা. আহসান হাবীব, ডা. সা-আদ আস সামসসহ অন্যান্য চিকিৎসক ও ইপিআই কর্মীরা উপস্থিত ছিলেন।এ ক্যাম্পেইনে উপজেলার ৯৭টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী ১২ হাজার ৯৫৩ জন শিশুকে ১টি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়।