• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ১১:৩০:০৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ১১:৩০:০৩ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

জেলার খবর

সিলেট প্রবাসীদের রেমিট্যান্সের কারণে দেশের অর্থনীতি সচল থাকে: নৌ প্রতিমন্ত্রী

৭ জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৫৮:৪১

সিলেট প্রবাসীদের রেমিট্যান্সের কারণে দেশের অর্থনীতি সচল থাকে: নৌ প্রতিমন্ত্রী

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সিলেটের মানুষের কাছে বাংলাদেশের সকল মানুষ ঋণি। সিলেট প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশে পায়, এটা দিয়ে বাংলাদেশের অর্থনীতি সচল থাকে। এমনকি সিলেটের মানুষ লন্ডন, আমেরিকার সংসদেও প্রতিনিধিত্ব করছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে শিক্ষকদের বেতন দ্বিগুন করে দিয়েছে এবং শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষকদের জন্য আলাদা বেতন স্কেল গঠনের লক্ষ্যে কাজ করছে।

৭ জুন বুধবার দুপুরে সিলেটের ওসমানীনগর ইকবাল আহমদ উচ্চ বিদ্যালয় মাঠে প্রবাসি বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ট্রাস্টের সভাপতি বদরুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এলাকাবাসির দাবির প্রেক্ষিতে আগামী এক বছরের মধ্যে ওসমানীনগরে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন এবং কুশিয়ারা নদীকে জীবন-জীবিকার জন্য উপযুক্ত করে তোলার প্রতিশ্রুতি দেন।

প্রতিমন্ত্রী বলেন, সকলের শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী বিনামূল্যে বই দিচ্ছেন, উপবৃত্তির দিচ্ছেন এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত নারীদের শিক্ষা অবৈতনিক করেছেন, প্রত্যেক উপজেলায় একটি করে স্কুল ও কলেজ সরকারি করেছেন।

তিনি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ওসমানীনগরের কৃতি সন্তান আনোয়ারুজ্জামান চৌধুরীর ভুয়সি প্রশংসা করে দলমত নির্বিশেষে সকলকে কাজ করার অনুরোধ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ, ভাইস চেয়ারম্যান আনা মিয়া, উমরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ট্রাস্টি গোলাম কিবরিয়া, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আহবায়ক আজাদ বখত চৌধুরী প্রমুখ।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে চোরাই বিটুমিনসহ গ্রেফতার ২
২৬ এপ্রিল ২০২৪ রাত ০৮:৪৩:৪৮




মোরেলগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:৩৩:২৭

কুড়িগ্রামে ৮ টাকার শাড়ি-লুঙ্গির হাট
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৭:২৩:২৫


ঝিনাইদহে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়
২৬ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:৫৮:১৩