কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় স্কুল ছুটির পর বাড়ী ফেরার পথে সড়কে অটোবাইকের ধাক্কায় শিশু আরয়া বিনতে মাধুর্য্য (৮) মারা গেছে।
৬ আগষ্ট বুধবার উপজেলার হারাগাছ পৌরসভার বানুপাড়া পাঠোয়ারীটারী এলাকায় হারাগাছ-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরয়া বিনতে মাধুর্য্য হারাগাছ পৌরসভার বানুপাড়া পাঠোয়ারীটারী গ্রামের আনিছুর রহমানের মেয়ে এবং বানুপাড়া পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার এসআই মাহাবুর রহমান জানায়, দুপুরে দ্বিতীয় শ্রেনীর ক্লাস শেষে ছুটির পর ওই শিশু শিক্ষার্থী স্কুল থেকে বের হয়। স্কুল থেকে বাড়ীতে যাওয়ার জন্য সড়কের পাশে দাঁড়ালে অজ্ঞাত ব্যাটারী চালিত অটোবাইক তাকে পিছন থেকে প্রচণ্ডভাবে ধাক্কা দেয়। এতে ওই শিশু শিক্ষার্থী মাথায় আঘাত পেয়ে সড়কের উপরে লুটিয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হারাগাছ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।
স্থানীয়রা জানায়, হারাগাছ-রংপুর সড়কে প্রতিদিন শতশত ব্যাটারী চালিত অটোবাইক চলাচল করে। অদক্ষ চালক দিয়ে বেপরোয়া গতিতে অটোবাইক চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। স্কুলের সামনে সড়কে বেপরোয়া গতিতে অটোবাইক চলাচলের কারণে এক শিশু শিক্ষার্থীর প্রাণ চলে গেল।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমেনুল ইসলাম সোহেল বলেন, এ ঘটনায় নিহতের পরিবার কোন অভিযোগ করবে না বলে পুলিশকে জানিয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে থানায় একটি জিডি করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available