• ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:১৯:৩৮ (02-Aug-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • শনিবার ১৭ই শ্রাবণ ১৪৩২ রাত ০২:১৯:৩৮ (02-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাব, ক্ষোভে ফুঁসছে জেলাবাসী

৩১ জুলাই ২০২৫ দুপুর ১২:২০:১০

বাগেরহাটে আসন কমানোর প্রস্তাব, ক্ষোভে ফুঁসছে জেলাবাসী

বাগেরহাট প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমানোর প্রাথমিক প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশনের বিশেষায়িত কারিগরি কমিটি। ৩০ জুলাই বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। এই প্রস্তাবের পর বাগেরহাটের সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিক্ষক, বুদ্ধিজীবী, সচেতন নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কমিটি জানিয়েছে, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত এসেছে। যেসব জেলায় ভোটার সংখ্যা কম, সেখানে আসন কমিয়ে আনার এবং যেখানে বেশি, সেখানে আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তারই অংশ হিসেবে বাগেরহাট-২ ও বাগেরহাট-৩ আসনের সীমানা নতুন করে নির্ধারণের সম্ভাবনার কথা জানানো হয়। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনুমান করছেন যে নতুন বিন্যাসে বাগেরহাট-১ (চিতলমারী, ফকিরহাট, মোল্লাহাট), বাগেরহাট-২ (বাগেরহাট সদর, কচুয়া ও রামপাল) এবং বাগেরহাট-৩ (মোংলা, মোরেলগঞ্জ ও শরণখোলা) হতে পারে।

জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের যুক্তি, ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী, বাগেরহাট জেলার আয়তন ৩,৯৫৯.১১ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৬ লাখ ১৩ হাজার। জনসংখ্যা ও ভৌগোলিক বিস্তৃতি বিবেচনায় এই জেলা এখনো চারটি আসন রাখার যোগ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ১৯৭০ সালে থেকে এই  চারটি আসনে সংসদ নির্বাচন হয়ে আসছে।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, কিছু সময় আগে জানতে পারলাম, নির্বাচন কমিশন থেকে একটি খসড়া বিজ্ঞপ্তি আমরা দেখতে পেলাম। বাগেরহাট জেলা একটি বৃহত্তম জেলা, নয়টি উপজেলায় চারটি আসন নিয়ে গঠিত এই জেলা।  নির্বাচন কমিশন থেকে খসড়া প্রস্তাব দেখলাম, বাগেরহাটকে তিনটি আসনে রূপান্তরিত করেছে। এটি একটি নিন্দনীয় ব্যাপার, বাগেরহাটের জন্য একটি অপমানজনক ব্যাপার। এটি একটি প্রাচীন জনপদ, এখানে দিন দিন আরো আসন বাড়ানো উচিত।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম বলেন, বাগেরহাটে চারটি আসন থেকে একটি কমানোকে আমরা ষড়যন্ত্র মনে করছি। সুন্দরবন, ষাট গম্বুজের মতো বিশ্ব ঐতিহ্য যেখানে রয়েছে, সেই জায়গাটাকে দুর্বল করার জন্য একটি ষড়যন্ত্র চলছে। আমরা এটাকে অন্যায় মনে করছি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই সিদ্ধান্ত থেকে ফিরে আসার দাবি জানাচ্ছি। এই দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

ব্যবসায়ী মো. হাবিবুর রহমান বলেন, বাগেরহাট এমনিতেই অবহেলিত এলাকা। তারপরও যদি একটি আসন কমে যায়, তাহলে এটা আরো অবহেলিত হয়ে যাবে। বাগেরহাটে এমনিতেই কোনো অবকাঠামো উন্নয়ন হয়নি, আবার যদি আসন চারটি থেকে একটি কমে যায়, তাহলে উন্নয়নে ব্যাঘাত ঘটবে। এটা নির্বাচন কমিশনের ভুল সিদ্ধান্ত।

বাগেরহাট পিসি কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শামিম মুন্সী বলেন, বাগেরহাটের অবস্থা এমনিতেই খারাপ, তারপরও যদি একটি আসন কমে যায়, তাহলে আরও অবস্থা খারাপ হবে।  

ছাত্রনেতা শেখ আল মামুন বলেন, এখানে যে চারটি আসন ছিল, এটাই আমাদের কাছে কম মনে হয়। সেখানে তিনটি করায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। তিনটি আসন করা হলে রাজনৈতিক দলীয় কোন্দল বাড়বে, জনগণেরআশা-আকাঙ্ক্ষা ঠিকমতো সংসদে পৌঁছাবে না। তিনটি আসন করা হলে বাগেরহাটের মানুষ অবহেলিত হবে। আমরা এ বিষয়টি মেনে নেব না। আমরা বাগেরহাটবাসী সকলে মিলে প্রতিহত করব। আমরা চাই বাগেরহাটে চারটি আসন আছে, চারটি আসনই থাকবে।

বাগেরহাট ডিস্ট্রিক পলিসি ফোরামের সভাপতি বাবুল সরদার বলেন, বাগেরহাটে প্রায় ১৮ লাখ মানুষ রয়েছে। এখানে আসন কমানো অযৌক্তিক। আসন কমালে উপকূলীয় এ জেলার উন্নয়ন মারত্মক ব্যাহত হবে। এ ব্যাপারে দলমত, শ্রেণী-পেশা নির্বিশেষে সকল স্তরের প্রতিনিধিদের নিয়ে নাগরিক সংলাপ ছাড়া উপর থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া ঠিক হবে না বলে তিনি মনে করেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





শাহবাগ অবরোধকারীদের সরিয়ে দিল পুলিশ
১ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০:০৬