ফরিদপুর প্রতিনিধি: ১১ বছরের এক কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের দায়ে সাইফুর রহমান উজ্জল নামে এক জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড প্রদান করেছেন আদালত।
২৯ জুলাই মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ আদেশ প্রদান করেন।
সাইফুর রহমান উজ্জল শহরের গুহলক্ষিপুর এলাকার মহিউদ্দিন সরদারের ছেলে। রায় ঘোষণার সময় আসামি কাঠগড়ায় উপস্থিত ছিল। রায়ের পরে পুলিশ প্রহরায় তাকে জেল হাজতে পাঠানো হয়।
আদালত সূত্রে জানা গেছে, ২০২৩ সালে শহরের গুহলক্ষিপুর এলাকায় ১১ বছরের কিশোরী ভিকটিমকে গলির মধ্যে একা পেয়ে সাজাপ্রাপ্ত উজ্জল তাকে জোড় পূর্বক ধরে পাশের নীরব স্থানে নিয়ে দুই হাত বেঁধে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে জানে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
ভয়ে প্রথমে ওই কিশোরী কাউকে কিছু না বললেও রাতে গুরুতর অসুস্থ হয়ে পরলে পরিবারকে বিষয়টি জানায়। পরিবার দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করে। পরে ওই কিশোরীর বাবা বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভুইয়া রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ রায়ে রাষ্ট্র পক্ষ সন্তুষ্ট, রাষ্ট্র পক্ষ মনে করে এ রায়ের মধ্য দিয়ে সমাজ থেকে ধর্ষণের মত অপরাধ দূর হবে এবং সমাজ এ ধরনের অপরাধীদের বয়কট করবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available