লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সন্ত্রাসী(তৌহিদ গ্রুপের) নুরুল আমিন (৩০) নামের এক জন স্বক্রিয় সদস্যকে ৩টি একনলা বন্দুকসহ আটক করা হয়।
২৮ জুলাই সোমবার ভোর ৫টার সময় লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চাকফিরানী আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান করে তাকে আটক করা হয়।
আটক নুরুল আমিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড চাকফিরানি এলাকার খলিলুর রহমানের ছেলে এবং সশস্ত্র ডাকাত বাহিনী তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য।
পরিত্যক্ত টিনের ঘরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ডাকাত তৌহিদ গ্রুপের নিজস্ব বাহিনী কর্তৃক অস্ত্র ও ডাকাতি সরঞ্জামাদি মজুদ রাখে সেনাবাহিনীর এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক এর নেতৃত্বে রাত্রিকালীন টহল চলাকালীন তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিন পরিত্যক্ত টিনের ঘরের সামনে পাহাড়া দেওয়ার সময় সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল টিম ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে ধৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে উক্ত ঘর তল্লাশি পূর্বক ৩টি একনলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, ৪টি রামদা উদ্ধার করা হয়।
জানা যায়, একই দিন সকাল ১০টায় এলাকার রফিক মেম্বার কর্তৃক একটি জমি সংক্রান্ত বিষয় মীমাংসা করার জন্য নতুন পাড়া জামে মসজিদে বৈঠকের আয়োজন করে ফাঁদ পেতেছিল এবং সেখানেই রফিক মেম্বারকে হত্যার উদ্দেশ্যে আকস্মিক হামলার পরিকল্পনা ছিল বলে জানা গেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক আসামিকে পুলিশ স্কটের মাধ্যমে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available