কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: কালীগঞ্জের মুক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গভীর রাতে গরুচোর সন্দেহে গণপিটুনিতে একজনে মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এসময় আহত তিন জনকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে পাঠানো হয়েছে।
২২ জুলাই মঙ্গলবার সকালে পুলিশ ট্রিপল নাইনে সংবাদ পেয়ে পুলিশ মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে গিয়ে সড়কে পড়ে থাকা অবস্থায় ৪ জনকে উদ্ধার করে।
পরে আহতদের কালীগঞ্জ সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শান্ত নামে একজনকে মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢামেকে রেফার করে। ২ জনের অবস্থা সংকটাপন্ন থাকায় তাদের ঢামেকে নিবিড় পরির্চচায় (আইসিইউ) রাখা হয়েছে। নিহত শান্ত নরসিংদী জেলার মাধবদী এলাকার জাকির হোসেনেরে ছেলে।
অন্যরা হলেন, আব্দুল্লাহ (২৮) কালিগঞ্জ ভাটিরা বক্তারপুর গ্রামের অনিল চন্দের ছেলে। রুবেল একই গ্রামের ইসমাঈলের ছেলে। রিফাত গাজীপুর কাপাসিয়ার চাঁনপুর গ্রামের হাফিজুল্লাহর ছেলে।
পুলিশ জানায়, গভীর রাতে তারা রামচন্দ্রপুর গ্রামের ফয়সাল পিতা হাফিজ উদ্দিন এর বাড়িতে গরুচুরি করতে গেলে এলাকাবাসী তাড়া দিলে পালিয়ে যায়। পরে ভ্রামণগাঁও এলাকার রুবেলের নেতৃত্বে ৭-৮ জনের সংঘবদ্ধ চোরের দল রাস্তা দিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গরু চোর সন্দেহে চিৎকার দিলে বিভিন্ন দিক থেকে লোকজন বেড়িয়ে তাদের ধাওয়া দিয়ে আটক করে গণপিটুনি দেয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ-কাপাসিয়া (সার্কেল) আসাদুজ্জামান ঘটনার সত্যতা শিকার করে জানান, আমরা ঘটনাস্থলে লোক পাঠিয়েছি বিষয়টি তদন্ত করে নিশ্চিত করতে পারব এবং এদের সাথে এলাকার কারা জড়িত খতিয়ে দেখা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available