লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর মোল্লাপাড়া চরে টানা ১২ ঘণ্টার অভিযানে অস্ত্র ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী কাকন গ্রুপের দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।
১৭ জুলাই বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনীর পাবনা ও নাটোর ক্যাম্পের যৌথ একটি অভিযানীক দল।
অভিযানে লালপুর মোল্লাপাড়া চর এলাকার সন্ত্রাসী সংগঠন কাকন গ্রুপ এর প্রধান কাকন এর ভায়রা আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), মেহফুজ হক সোহাগ (৩৯) নামের দুই জনকে আটক করা হয়।
এ সময় তাদের কাছে দেশি ও বিদেশি অস্ত্র , গোলাবারুদ ও মাদক পাওয়া যায়। জব্দকৃত পাকিস্তানি রিভলভার (.২২ মিমি), ভারতীয় পিস্তল (৭.৬৫ মিমি), ডাবল ব্যারেল শাটার গান (১২ মিমি গেজ), ৩৯ রাউন্ড ৭.৬৫ মিমি বল অ্যামো, ৯ রাউন্ড .২২ মিমি বল অ্যামো, ১টি ৭.৬৫ মিমি এফসিসি, ১টি ১২ মিমি গেজ শট শেল এফসিসি, ৮৬টি ইয়াবা ট্যাবলেট, ১৭টি দেশীয় রামদা, ১টি ফোল্ডিং সুইস নাইফ, ৫ বোতল ফেন্সিডিল, ২টি গাঁজার গাছ, ৬ গ্রাম গাঁজা, মাদক সেবনের উপকরণ, নগদ ১২,৫৬,৩১২ টাকা, ৪টি অ্যান্ড্রয়েড ফোন, ৫টি বাটন ফোন, ১টি সেচ পাম্প, ১টি জেনারেটর , ১টি ক্রেডিট কার্ড, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি এনআইডি কার্ড, ৩টি চেক বই, ১টি মানুষের খুলি, ৩টি ইঞ্জিনচালিত নৌকা স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে শীর্ষ সন্ত্রাসী কাকন গ্রুপের অত্যাচারে নিষ্পেষিত ছিল সাধারণ জনগণ। কৃষকদের মারধর করে ফসল কেড়ে নেওয়া, জেলেদের অস্ত্রের মুখে মাছ ছিনিয়ে নেয়া, প্রতিটি বালুবাহী নৌকা থেকে চাঁদাবাজি, চরে ত্রাস সৃষ্টি করাসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে এই কাকন গ্রুপের বিরুদ্ধে।
চাঁদাবাজি ও লুটপাটের টাকা ভাগাভাগি হতো কাকন গ্রুপ, আরআরপি ফিড মিল ও বিজলি মালিথা গ্রুপের মধ্যে।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে কাকন গ্রুপের দুই জনকে আটক করে এবং তাদের কাছে থাকা দেশী - বিদেশি অস্ত্র ও মাদক এবং সকল জব্দকৃত মালামালসহ আসামিদের আমাদের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available