লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সুদী কারবারি আব্দুর রাজ্জাককে (৪২) গ্রেফতার করেছে যৌথবাহিনী। সুদকারবারী রাজ্জাকের কাছ থেকে গয়না, চেক ও স্ট্যাম্প উদ্ধারে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
১৬ জুলাই বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগী এলাকাবাসী। এর আগে সোমবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে সাদা চেক, নন-জুডিসিয়াল স্ট্যাম্প, স্বর্ণালঙ্কার এবং সুদের হিসাব সংরক্ষিত খাতা জব্দ করে যৌথবাহিনী। অভিযান শেষে রাজ্জাককে আটক করে থানায় সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে আব্দুর রাজ্জাক সাধারণ মানুষের কাছ থেকে ব্ল্যাংক চেক ও সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে চড়া সুদে ঋণ দিয়ে আসছিলেন। পরবর্তীতে পাওনা টাকা আদায়ের নামে তিনি ভুক্তভোগীদের উপর ভয়ভীতি, মামলা এবং নানা ধরনের নির্যাতন চালাতেন।
স্থানীয়রা আরও জানান, কালীগঞ্জে উপজেলার বিভিন্ন এলাকার মানুষকে সাদা স্ট্যাম্প ও ব্ল্যাংক চেকে স্বাক্ষর করিয়ে নিয়ে চড়া সুদে টাকা ধার দিয়ে আসছিলেন আব্দুর রাজ্জাক। তাদের কাছ থেকে নেওয়া টাকা পরিশোধ করতে না পারলে, সেই চেকে ইচ্ছে মতো টাকার অংক বসিয়ে এবং সাদ স্ট্যাম্পে ইচ্ছেমত লিখে আদালতে মামলা দিয়ে জেল খাটাতেন এই অবৈধ সুদের ব্যবসায়ী। তার অত্যাচারে নিঃস্ব হয়েছেন অনেকে। অনেকের শেষ সম্বল ভিটেমাটিও লিখে নিয়েছেন এই রাজ্জাক। এসব অভিযোগে সোমবার রাতে কালীগঞ্জ থানায় দেশীয় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় রাজ্জাক কারাগারে রয়েছে। যৌথবাহিনি রাজ্জাকের বাড়ি থেকে বিভিন্ন ব্যাংকের স্বাক্ষরিত শতাধিক ব্ল্যাংক চেক, ৩০০ টাকা মূল্যের শতাধিক সাদা স্ট্যাম্প, ৮-১০টি সুদের খাতা এবং এনআই অ্যাক্টে দায়ের করা মামলার পাঁচটি নথি উদ্ধার করে। তার কাছে গচ্ছিত গয়না চেক ও স্ট্যাম্প উদ্ধারের দাবি জানান তারা।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, আব্দুর রাজ্জাক কালীগঞ্জের কুখ্যাত সুদকারবারি। তাঁর বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, জালিয়াতি এবং মামলা দিয়ে হয়রানির একাধিক অভিযোগ রয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available