মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর মাধবদীতে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন।
২৭ মে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মহাসড়কের ভগিরথপুর এলাকায় পাকিজা কটন মিলের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাধবদীর উত্তর বিরামপুর এলাকার মরহুম কাদির ড্রাইভারের ছেলে রাফিন গাজী (২২) এবং একই এলাকার জসিম উদ্দিনের ছেলে মো. উদয় (২১)। তারা সম্পর্কে বন্ধু ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাফিন ও উদয় মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ভগিরথপুর পাকিজা কটন মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাফিন মারা যান।
গুরুতর আহত অবস্থায় উদয়কে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মাধবদী থানা পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available