• ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:০৭:৫৫ (25-May-2025)
  • - ৩৩° সে:
এশিয়ান রেডিও
  • ঢাকা
  • |
  • রবিবার ১১ই জ্যৈষ্ঠ ১৪৩২ বিকাল ০৩:০৭:৫৫ (25-May-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

ফতুল্লা থেকে আওয়ামী লীগ নেত্রী তুশি গ্রেফতার

২৫ মে ২০২৫ সকাল ০৯:৫৫:৩৭

ফতুল্লা থেকে আওয়ামী লীগ নেত্রী তুশি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুর থেকে আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। ওই আওয়ামী লীগ নেত্রীর নাম রজনী আক্তার তুশি (৩৮)।

২৪ মে শনিবার রাতে ফতুল্লার মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ি থেকে ছাত্র-জনতা আটক করে তাকে পুলিশে সোপর্দ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম।

জানা যায়, গ্রেফতার রজনী আক্তার তুশি ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য। তিনি ডেমরা সারুলিয়া স্টাফ কোয়ার্টার এলাকার আবুল কাশেমের মেয়ে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম বলেন, তুশি প্রায় ৩ মাস ধরে মুসলিম নগর পাওয়ার হাউজ সংলগ্ন রুবেল মিয়ার বাড়ির নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। বিষয়টি ছাত্র-জনতা জানতে পেরে ওই বাড়ি ঘেরাও করে থানায় খবর দেয়। পরে সদর থানা পুলিশ গিয়ে তুশিকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, আটক ওই আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে ডেমরা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একটি মামলা রয়েছে। তিনি বর্তমানে সদর মডেল থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। আমরা ডেমরা থানা পুলিশকে বিষয়টি জানিয়েছি। তারা থানায় এলেই তাদের কাছে আমরা ওই নেত্রীকে হস্তান্তর করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










তারা তিনজন ইমো হ্যাকার
২৫ মে ২০২৫ সকাল ১১:৫৮:২১